ঋতুরাজ বসন্তকে বরণ করতে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা সাজিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৩০ মিনিটে রমনায় ২২৫ জন নৃত্যশিল্পীর পরিবেশনার মধ্য দিয়ে শুরু হবে বসন্তবরণের আয়োজন। রমনার শতায়ু অঙ্গনের পাশে মঞ্চে পরিবেশিত হবে শিশু-নৃত্যদল এবং শিশু সঙ্গীত দলের পরিবেশনা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে বর্ণাঢ্য এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ।
এরপর বিকেল ৪টায় রমনা পার্ক থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে বসন্ত নৃত্য এবং সন্ধ্যা ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। একাডেমির উন্মুক্ত মঞ্চে এ আয়োজনে থাকবে দলীয় নৃত্য, দলীয় সংগীত, দ্বৈত আবৃত্তি, একক সংগীত, দ্বৈত সংগীত, দ্বৈত নৃত্য, ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর নৃত্য এবং ফ্যাশন ডান্স প্যারেড।