ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘যাওয়া আসার মাঝে’
১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২৫
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে নির্মিত হলো বিশেষ নাটক ‘যাওয়া আসার মাঝে’। অপূর্ণ রুবেলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন পথিক সাধন। অভিনয় করেছেন খায়রুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী, নরেশ ভূইয়া, শিল্পীসরকার অপু প্রমূখ।
নাটকের গল্পে দেখা যাবে, এই সরকারি কোয়াটারে লাবনীরা আছে প্রায় আট বছর। একমাত্র ভাই পড়াশোনার জন্য দেশের বাইরে থাকে। এখন মা-বাবা আর লাবনী মিলে একটা ছোট্ট পরিবার। লাবনীর বাবা আবদুর রউফ সাহেব এক জীবনে কাজ আর অফিসকে ভালোবেসে পার করে দিয়েছেন। কিন্তু এখন ডায়াবেটিস আর পেট ব্যাথাটায় আটকে কাজ অফিস দুটো থেকেই বিচ্ছিন্ন বলা যায়। ডায়াবেটিস থেকে পায়ে ঘা হয়েছে। এন্টিবায়েটিক চলছে। ডাক্তার বলেছেন প্রতিদিন ড্রেসিং করাতে। লাবনী একজনকে ম্যানেজ করেও ফেলে। চূড়ান্ত হয় স্থানীয় ক্লিনিকের স্টাফ শিহাব প্রতিদিন একবার করে এসে বাবার পা ড্রেসিং করে দিয়ে যাবেন। অবস্থার উন্নতি হলে অপারেশন। বাবাকে ড্রেসিং করতে এলে শিহাবের সাথে টুকটাক কথাবার্তা হয় লাবনীর। একে অপরের খোঁজ খবর নেন। লাবনী শিহাবের আন্তরিকতায় মুগ্ধ হয়। এক রাতে বাবার অবস্থা খারাপ হয়। লাবনী কাউকে না পেয়ে শিহাবকে ফোন করে। মধ্যরাতে ছুটে আসে শিহাব। বাবাকে হাসপাতালে নিয়ে যায়। লাবনীর সাথে দৌড়াদৌড়ি করে বাবাকে চিকিৎসার ব্যবস্থা করে। দু’দিন পর বাবা একটু সুস্থ হলে বাসায় নিয়ে আসে। সাথে থাকে শিহাব। বাবার অসুস্থতা ছাপিয়ে শিহাব ও লাবনীর মধ্যে একটা সম্পর্ক দাঁড়িয়ে যায়। ঠিক প্রেম নয়, ভালোবাসা নয়, এটা এক ধরনের নির্ভরতার সম্পর্ক।
‘যাওয়া আসার মাঝে’ নাটকটি প্রচারিত হবে আজ রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে।
সারাবাংলা/এএসজি