শিশুদের সঙ্গে গল্প কথায় ভাষাসৈনিক প্রতিভা মুৎসুদ্দি
১৯ ফেব্রুয়ারি ২০২৪ ২১:১৬
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দুরন্ত টিভির বিশেষ আয়োজন ‘গুণীজন’। গুণীজনে এবারের অতিথি হিসেবে থাকবেন ভাষাসৈনিক ও শিক্ষাবিদ প্রতিভা মুৎসুদ্দি। তার সাথে দেখা করতে টাঙ্গাইলের মির্জাপুরে ভারতেশ্বরী হোমস যায় মাসরুর রেজা ও নাজাহ আলাইনা। তাদের সাথে গল্প কথায় উঠে আসে প্রতিভা মুৎসুদ্দির বেড়ে ওঠা, রাজনৈতিক জীবন, ভাষা আন্দোলনে তার প্রতিবাদের গল্প, নারী বৈষম্য রোধে ও নারী শিক্ষায় তার অবদান, ভারতেশ্বরী হোমস পরিচালনা পদ্ধতি ও হোমসের স্বাধীনতা পুরস্কার পাওয়ার পেছনের গল্পসহ নানা বিষয়। মহীয়সী এই নারীর অভিজ্ঞতার যে ঋদ্ধ ভান্ডার, জীবনকে দেখার যে দৃষ্টিভঙ্গি সেটাই তুলে ধরা হয়েছে অনুষ্ঠানটিতে।
গুণীজন পরিচালনা করেছেন শাহাদাৎ হোসাইন সেতু ও মোহাম্মদ আবুল খায়ের কমল। অনুষ্ঠানটি দুরন্ত টিভিতে প্রচার হবে ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ও রাত ৯টা ৩০ মিনিটে।
আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষ্যে দুরন্ত টিভিতে আরো থাকছে সকাল ১০টায় ‘অ আ ক খ’, সকাল ১১টা ৩০ মিনিটে ‘একুশের গল্প’, বিকেল ৫টায় নাটক ‘ঝুটুম পাখির কথা’, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘আ মরি বাংলা ভাষা’ ও দুপুর ৩টায় সিনেমা ‘মানুষ’।
সারাবাংলা/এএসজি
দুরন্ত টিভি শিশুদের সঙ্গে গল্প কথায় ভাষাসৈনিক প্রতিভা মুৎসুদ্দি