বিয়ে নিয়ে বাপ্পার বিস্তারিত
২৪ মে ২০১৮ ১৬:৫৮ | আপডেট: ২৪ মে ২০১৮ ১৮:০১
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
চলতি বছরের ৯ জানুয়ারি বিয়ে বিচ্ছেদ হয়েছে অভিনেত্রী চাঁদনী ও সংগীত শিল্পী বাপ্পা মজুমদার দম্পতির। গত ৯ অক্টোবর ২০১৭ তাদের বিয়ে বিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু হয়। আর ৯ জানুয়ারি ২০১৮ তে বিচ্ছেদের মাধ্যমে শেষ হয় প্রক্রিয়া। তার আগে এক বছরেরও বেশি সময় ধরে আলাদা থাকতেন তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃহস্পতিবার (২৪ মে) এসব কথা জানিয়েছেন বাপ্পা মজুমদার নিজেই। তিনি আরও জানান, মানুষ এর জীবনে এমন অনেক কিছু হয় যা হওয়ার কথা থাকে না। ব্যক্তিগত বিষয়গুলো জীবনের অংশ মনে করে জীবনের সাথেই রেখে দেয়া ভালো। ব্যক্তিগত বিষয়গুলো নিজের ভেতর রাখতে চান বাপ্পা।
চাঁদনী প্রসঙ্গে বাপ্পা লিখেছেন, ‘অনেক বছর একসাথে থেকে, থাকার চেষ্টা করে অবশেষে হার মানতে হয়েছে আমার আর চাঁদনীর। আমরা পারিনি আমাদের সংসার নিয়ে বাকি জীবন কাটাতে। কোনো অভিযোগ কিংবা অসম্মান আমার চাঁদনীর প্রতি নেই, এমনকি চাঁদনীরও আমার প্রতি কোনো অসম্মানবোধ আছে বলে মনে করিনা। যা হয়েছে তা ভাগ্যের লিখন মনে করি।’
চাঁদনীর সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর বাপ্পা মজুমদার দ্বিতীয় দফায় দাম্পত্য জীবন শুরু করতে যাচ্ছেন। অভিনেত্রী ও উপস্থাপিকা তানিয়া হোসাইনের সঙ্গে গত ১৬ মে বাগদান হয়েছে বাপ্পার।
নতুন সম্পর্ক নিয়ে বাপ্পা লিখেছেন, ‘তানিয়া আমার বন্ধু। দারুণ একজন বন্ধু। তানিয়ার সাথে আমার যোগাযোগ এবং ভালোলাগাও। এর সূত্র ধরেই অতিসম্প্রতি আমি আমার ভাবনা তানিয়া কে জানাই, তানিয়াও তার ভাবনা আমাকে জানায়। আমরা আমাদের পরিবারের সান্নিধ্য ছাড়া জীবনে চলতে চাই না। তাই দুই পরিবারের সিদ্ধান্তে একান্তই পারিবারিকভাবে আমাদের বাগদান হয়।’
https://www.facebook.com/BeeEmmz/posts/10160623274020413
নতুন জীবন শুরুর আগে বন্ধু, ভক্ত ও শুভানুধ্যায়ীর কাছে আশীর্বাদ চেয়েছেন বাপ্পা মজুমদার।
সারাবাংলা/পিএ/পিএম