Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ মার্চে বিটিভিতে যা থাকছে

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৬ মার্চ ২০২৪ ১৭:৪৫

বাঙালি জাতির জীবনে ৭ মার্চ একটি অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দান বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে গর্জে উঠেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠ। এদিন জাতির উদ্দেশে ঐতিহাসিক ভাষণ দেন তিনি। তার এ ভাষণে বাঙালি জাতি অনুপ্রাণিত হয়ে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের জন্য স্বাধীনতা ছিনিয়ে আনে।

২০১৭ সালে ইউনেস্কো এই ঐতিহাসিক ভাষণকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। প্রতি বছরের ন্যায় এবারো ৭ মার্চ উপলক্ষে বিশেষ আয়োজনে সেজেছে বিটিভির অনুষ্ঠানমালা।

বিজ্ঞাপন

বিটিভির এক মেইল বার্তায় জানা গেছে, এদিন রয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, বিশেষ আলোচনানুষ্ঠান, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানে দেশ-বিদেশের সংশ্লিষ্ট ব্যক্তির অভিব্যক্তি নিয়ে অনুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান, বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি, শিশুতোষ আলেখ্যানুষ্ঠান ‘তর্জনী’, প্রামাণ্য অনুষ্ঠান ‘টুঙ্গিপাড়া থেকে সোহরাওয়ার্দী উদ্যান’, আলেখ্যানুষ্ঠান ‘প্রতিধ্বনি’ এবং চলচ্চিত্র ‘মুজিব : একটি জাতির রূপকার’।

শিশুতোষ অনুষ্ঠান ‘তর্জনী’

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনে ধারণ করা হয়েছে শিশুতোষ বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘তর্জনী’। নাচ, গান ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে সাজানো অনুষ্ঠানটিতে একঝাঁক শিশুশিল্পী অংশগ্রহণ করেছে। ইকবাল খন্দকারের গ্রন্থনায় অনুষ্ঠানে নৃত্য পরিচালনায় ছিলেন অনিক বোস ও রেশমি আবেদিন, সংগীত পরিচালনায় আজাদ মিন্টু, বৃন্দ আবৃত্তি নির্দেশনায় ছিলেন বীর বরকত এবং তামান্না তিথি। সাদিকুল ইসলাম নিয়োগী পন্নীর প্রযোজনায় অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনের ৭ মার্চের অনুষ্ঠানমালায় দেখতে পাবেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

৭ মার্চ বিটিভি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর