Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১২ মার্চ ২০২৪ ১৯:০৬

জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা বাংলাদেশ টেলিভিশনের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় অনুষ্ঠান। দীর্ঘ ৪০ বছর ধরে বাংলাদেশ টেলিভিশন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলা ও ইংরেজি বিতর্ক ও প্রচার করে আসছে। চ্যানেলটির জেনারেল ম্যানেজারের উদ্যোগে প্রায় ৪ বছর পরে ২০২৩ সালের জানুয়ারি থেকে স্কুল-কলেজ পর্যায়ে প্রতিযোগিতা আবার শুরু হয়।

গত ৯ মার্চ বাংলাদেশ টেলিভিশনের ঢাকা কেন্দ্রের অডিটোরিয়ামে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, বিশেষ অতিথি ছিলেন ডাক ও যোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান। চূড়ান্ত পর্বের আয়োজনে সভাপতিত্ব করেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম।

বিজ্ঞাপন

চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে শহীদ বীর-উত্তম লে. আনোযার গার্লস কলেজ, ঢাকা ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর। চূড়ান্ত পর্বে বিজয়ী দল শহীদ বীর-উত্তম লে. আনোযার গার্লস কলেজ, ঢাকা । বিতর্ক প্রতিযোগিতার তত্বাবধানে ছিলেন বিটিভির জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার। রুবাইয়াত রাকিবের গবেষণা ও নির্দেশনায় এটি প্রযোজনা করেন আল মামুন।

সারাবাংলা/এজেডএস

জাতীয় টেলিভিশন বিতর্ক