Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইফতারির ঐতিহ্য নিয়ে ‘এ কালের হাতে সেকালের সাথে’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৪ মার্চ ২০২৪ ১৮:৫৪

প্রজন্ম থেকে প্রজন্ম ধরে রমজানের ইফর্তা, সাহরি দিনভর রোজা রাখার বিধি মাসব্যাপী আমেজ তৈরি করে আসছে। এর মধ্যে ইফতারি সব সময়ই নতুন নতুন আবেদনে হাজির হয়েছে বিভিন্ন সময়ে। বর্তমান প্রজন্মের কাছে আমাদের ইফতারির ঐতিহ্য অনেকাংশেই হারিয়ে যেতে বসেছে। তবে সেই সময় সেই ঐতিহ্যকে ফিরিয়ে নিয়ে আসতেই ‘দীপ্ত প্লে’ নির্মাণ করছে চারটি শর্টফিল্ম, সহযোগিতায় থাকছে কোকাকোলা।

ছোট ছোট গল্পের আবহে, রমজানের চার সপ্তাহে অবমুক্ত হতে যাওয়া এই শর্টফিল্মগুলোতে যেমন থাকবে ইফতারির ঐতিহ্য, তেমনই দেখা যাবে প্রজন্মের ভেতর বোঝা না বোঝার টানাপোড়েনও। নতুন ধরনের এ কাজগুলো দর্শকহৃদয় জয় করবে বলে মনে করেন দীপ্ত প্লে’র প্রধান মোহাম্মদ আবু নাসিম। তিনি জানান, যে কোনো ঐতিহ্য সম্পর্কেই আমাদের জানা উচিত। সেটি যদি গল্পের মাধ্যমে জানা যায় তাহলে তো আর কথাই নেই। এই রমজানে দর্শক নতুন কিছু পাবে, সে আশাই করছি!

বিজ্ঞাপন

শর্টফিল্মগুলো পরিচালনা করছেন খাইরুল বাশার কাব্য। চিত্রনাট্য তৈরি করেছেন আহমেদ খান হীরক ও ফাহমিদুর রহমান। সপ্তম রোজা থেকে দর্শক দীপ্ত প্লে’তে শর্টফিল্মগুলো দেখতে পাবেন।

সারাবাংলা/এজেডএস

এ কালের হাতে সেকালের সাথে

বিজ্ঞাপন

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২
২৩ নভেম্বর ২০২৪ ১৭:৩১

আরো

সম্পর্কিত খবর