Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্নোপ ডগের সঙ্গে নার্গিস


২৭ নভেম্বর ২০১৭ ১৩:৫৩

বিনোদন ডেস্ক

নার্গিস ফাখরিকে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল ২০১৬ সালে। সিনেমার নাম ছিলো ‘ব্যাঞ্জো’। এরপর কিছুদিন নিজেকে গুটিয়ে রেখেছিলেন। তবে বিরতিকে দীর্ঘ করছেন না ‘রকস্টার’ খ্যাত এই অভিনেত্রী। ফিরছেন গান নিয়ে। বিখ্যাত আমেরিকান র‍্যাপার স্নোপ ডগের সঙ্গে গাইবেন তিনি। গানটির সংগীত পরিচালনা করবে ডক্টর যেউস, গানটিতে নার্গিসের সঙ্গে গলা মেলাবেন যোরা রাঁধাওয়া।

গান ছাড়াও বেশ ভালো ভাবেই মিডিয়া গসিপে রয়েছেন নার্গিস ফাখরি। নিজের ইনস্টাগ্রামে লাল বিকিনি পরে দুর্দান্ত ছবি পোস্ট করে আলোচনায় এসেছেন। তবে এই প্রথম নয়, নার্গিস এর আগেও এরকম বেশ কিছু ছবি পোস্ট করেছেন।

সমালোচকেরা বলছেন, ছবি আপলোড করে নেটদুনিয়ার আলোচনায় ভেসে থাকতে চাইছেন নার্গিস। তবে যে ছবিটি নিয়ে এতো আলোচনা সেটিও জিকিউ ম্যাগাজিনের অনেক আগেই তোলা।

বিজ্ঞাপন

আজ চৈত্র সংক্রান্তি
১৩ এপ্রিল ২০২৫ ০৯:২২

আরো

সম্পর্কিত খবর