Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজকুমারের প্রথম গান অনলাইনে

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৯ মার্চ ২০২৪ ১৮:০২

ঈদে শাকিব খানের একমাত্র সিনেমা ‘রাজকুমার’ মুক্তি পেতে যাচ্ছে। হিমেল আশরাফ পরিচালিত ছবিটির টাইটেল গান প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার (২৮ মার্চ )। শাকিবের জন্মদিন উপলক্ষে প্রকাশিত গানটি ইতোমধ্যে ২ মিলিয়নেরও বেশিবার ভিউ হয়েছে।

গানে শাকিবের সঙ্গে দেখা গেছে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে। তাদের নতুন রোমান্স উপভোগ করছেন নেটিজেনরা। তারা জানাচ্ছেন, গানটি এতো দৃষ্টি নন্দন যে অনেকের মনে হচ্ছে বলিউডি গান!

বিজ্ঞাপন

সেইসঙ্গে যুক্তরাষ্ট্রে চোখ ধানানো সব লোকেশনে এ গানের শুটিং সম্পন্ন হয়েছে, যা বাংলাদেশি সিনেমার গানে আগে কখনো দেখা যায়নি। এ গানে মজেছে শাকিব খানের অনুরাগীরা। গানটি দেখে বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে রিভিউ দেখা যাচ্ছে ইউটিউবে। তারা বলছেন, বাংলা সিনেমার গান এত উন্নত হবে ভাবতেও পারেননি।

রাজকুমার গানে কণ্ঠ দিয়েছেন বালাম এবং কোনাল। এ গানটি লিখেছেন আসিফ ইকবাল এবং সুর-সংগীত করেন আকাশ সেন।

সারাবাংলা/এজেডএস

রাজকুমার শাকিব খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর