Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়ার জি সিনে অ্যাওয়ার্ড জয়


১৯ ডিসেম্বর ২০১৭ ২২:২৩ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৬:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টাফ করেসপন্ডেন্ট

এবার ঘরে এলো জি সিনে অ্যাওয়ার্ড। বিসর্জন ছবিতে অভিনয়ের জন্য ভারতীয় আয়োজনে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বাংলাদেশের জয়া আহসান।

বিসর্জন ছবিটিও পেয়েছে সেরা ছবির খেতাব।

মুম্বাইয়ে বিকে গ্রাউন্ডসে মঙ্গলবার সন্ধ্যায়, তামিল চলচ্চিত্র নির্মাতা অশ্বিনী তিওয়ারির হাত থেকে পুরস্কার নেন জয়া।
কৌশীক গাঙ্গুলী পরিচালিত বিসর্জন ছবিটি মুক্তি পায় গত এপ্রিল মাসে। জয়াসহ ছবিতে অভিনয় করেছেন আবীর চ্যাটার্জি, কৌশীক গাঙ্গুলী।

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ৬৪তম আসরে ছবিটি পেয়েছে বাংলা ভাষার সেরা সিনেমার পুরস্কার।

সম্প্রতি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (গোয়া ফিল্ম ফেস্টিভ্যালেও) প্রশংসিত হয়েছে ছবিটি। বিসর্জন ছবিতে অভিনয়ের জন্য কিছুদিন আগেই জয়ার হাতে উঠেছে একাধিক পুরস্কার। সেগুলো ছিলো- ইন্টারন্যাশনাল বেঙ্গলি ফিল্ম অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার, তৃতীয় ক্যালেডোস্কোপ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালেও হয়েছেন সেরা অভিনেত্রী। জি সিনে তাতে নতুন পালক যুক্ত করলো

বিজ্ঞাপন

কলকাতার একাধিক সংবাদ মাধ্যম বলছে, ২০১৭ সালে কলকাতায় সেরা জয়া। অনলাইনের জরিপেও তিনি হয়েছেন প্রথম। তাই বিসর্জন ছবিকে ক্যারিয়ারের নতুন অধ্যায় মনে করছেন তিনি।

সারাবাংলা/এমএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর