Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমি শাকিবের বিবাহিতা স্ত্রী: বুবলী

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৯ এপ্রিল ২০২৪ ১৮:৪৪ | আপডেট: ৯ এপ্রিল ২০২৪ ১৮:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হই হই কান্ড রই রই ব্যপার! এরইমধ্যে শুরু হয়েছে ঈদ উন্মাদনা। এই তালিকায় পিছিয়ে নেই দেশের টেলিভিশন চ্যানেলগুলোও। দর্শকদের ঈদের আনন্দ আরও কয়েকগুনে বাড়িয়ে দিতে স্টুডিওতে রীতিমতো ঘাম ঝরাচ্ছেন টেলিভিশন কর্মীরা। দেশী তারকারাও ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে ব্যস্ত রাখছেন নিজেদের। জানান দিচ্ছেন, ঈদে মুক্তি প্রতিক্ষীত সিনেমা, নিজেদের কাজকর্ম এবং ইন্ডাস্ট্রির নানা আলোচিত-সমালোচিত বিষয়ে। এই ধারাবাহিকতায় ঈদকে সামনে রেখে দেশের স্বনামধন্য স্যাটেলাইট চ্যানেল নাগরিকের স্টুডিওতে ছুটে এসেছিলেন বাংলা সিনেমার বর্তমান সময়ের সব চেয়ে ব্যস্ত অভিনেত্রী শবনম বুবলী।

ঈদের আগেই সিনিয়র বিনোদন সাংবাদিক ও নাগরিক টেলিভিশনের অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবুর অসংখ্য প্রশ্নের উত্তর এই অভিনেত্রী দিয়েছেন প্রাণ খুলে। এর মাধ্যমে উঠে এসেছে তাঁর ব্যাক্তিগত জীবন, কর্মজীবন এবং ইন্ডাস্ট্রির নানা খুঁটিনাটি।

বিজ্ঞাপন

বুবলীর কাছে যে সকল প্রশ্ন ছিল তার কয়েকটি ছিল এমন-
• শাকিবের সঙ্গে বুবলীর ডিভোর্স হয়েছে কিনা?
• বুবলী কখনো শাকিব খানের রাগ দেখেছে কিনা?
• বুবলীর রাগ কতোবার দেখেছে শাকিব খান?
• অপু ও বুবলী এক সঙ্গে শাকিব খানের বাসায় গিয়েছে কিনা?
• বুবলীর সন্তার অর্থাৎ বীর কি তার বড় ভাই অর্থাৎ অপুর সন্তান জয়কে চেনে?
• আমরা কি কখনো দেখতে পাবো অপু-বুবলীর ব্যক্তিগত জীবনে একটি ভালো বন্ধুত্ব হয়েছে?
• শাকিব খানের সঙ্গে বুবলীর কি প্রতিদিন কথা হয়? শাকিব কি প্রতিদিন বুবলীর খোজ নেন অথবা বুবলী কি প্রতিদিন শাকিব খানের খোজ নেন?
• অপুকে বুবলী কি বলে সম্বধন করেন?
• অপু তোমাকে ঘুৃণা করেন বলেছিল। তোমার উত্তর কি?
• শাকিব খানকে বুবলী এখন আরও বেশি ভালো বাসে কিনা?
• এভাবেই কি বুবলী তার সারাটা জীবন কাঁটিয়ে দেবে?
• শাকিব খানকে বিয়ে করা কি বুবলীর জীবনে ভুল সীদ্ধান্ত ছিল?
• বুবলী যে শাকিব খানের স্ত্রী সেটার কোনো প্রমাণ নেই। শাকিব খান ও বুবলীর বিয়েটা আসলে কোথায় হয়েছিল?
• বিয়ের দিনে শাকিব খান বুবলীকে কি উপহার দিয়েছিল?
• দেনমহরানার টাকা কি শাকিব খান ওই দিনেই পরিশোধ করেছিলেন?

এমন আরও অসংখ্য মারমুখি প্রশ্নের উত্তর বেশ অকপটেই দিয়েছেন বাংলা সিনেমার নন্দিত এই অভিনেত্রী। দুই পর্বে এটি প্রচার হয়েছে সোমবার ও মঙ্গলবার রাত ৮টায় ‘বলা না বলা’ অনুষ্ঠানে।

অনুষ্ঠানটি নিয়ে নাগরিক টেলিভিশনের অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু বলেছেন, ‘দর্শকদের চাহিদার কথা শতভাগ মাথায় রেখে ঈদকে সামরে রেখে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। এখানে প্রাণ খুলে নানা বিষয়ে কথা বলেছেন বুবলী। আমার বিশ্বাস অনুষ্ঠানটি দর্শক বেশ উপভোগ করবেন। কারণ সাম্প্রতিক সময়ে বুবলীকে নিয়ে ঘটে যাওয়া নানা ইস্যুও উঠে এসেছে অনুষ্ঠানটিতে।’

সারাবাংলা/এজেডএস

আমি শাকিবের বিবাহিতা স্ত্রী: বুবলী