শ্রীকান্ত কণ্ঠ দিলেন তুষারের সুরে
২৭ মে ২০১৮ ১৮:২৯ | আপডেট: ২৭ মে ২০১৮ ১৯:১২
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
দেশের সুরকার তুষারের সুর ও সংগীতে কণ্ঠ দিলেন কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রীকান্ত আচার্য। এদেশেও সমান জনপ্রিয় শ্রীকান্ত। সম্প্রতি কলকাতার ভাইব্রেশন স্টুডিওতে গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ‘বৃষ্টি’ শিরোনামের গানটি লিখেছেন তোফায়েল হোসেন।
গানটিতে শ্রীকান্তের কণ্ঠ দেয়া প্রসঙ্গে তুষার বলেন, ‘দীর্ঘদিন ধরেই ইচ্ছা ছিল শ্রীকান্ত দাদার সঙ্গে কাজ করার। সে ইচ্ছা এবার পূরণ হলো। উনার মতো একজন জনপ্রিয় শিল্পীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাই অন্যরকম।’
শ্রীকান্ত আচার্য ছাড়াও তুষারের আরেকটি গানে কণ্ঠ দেবেন কলকাতার অন্বেষা। ‘চাঁদ হাসে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেয়ার বিষয়টি সম্প্রতি চূড়ান্ত হয়েছে বলে জানান তুষার। শিগগিরই শুরু হবে গান রেকর্ডিংয়ের কাজ। এরইমধ্যে তুষারের সুর ও সংগীতায়োজনে দেশের প্রিয়াংকা গোপ দুটি গানে কণ্ঠ দিয়েছেন।
সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি বিজ্ঞাপনের জিঙ্গেল, টিভি নাটক ও প্রামাণ্যচিত্রের আবহসংগীত করেন মুসতাসির তুষার।
সারাবাংলা/পিএ/পিএম