Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিশা-ডিপজলকে ফুলের মালা পরিয়ে দিলেন নিপুন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২০ এপ্রিল ২০২৪ ১৫:৪৩

ঢাকা: সদ্য সমাপ্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে হেরে গেছেন নিপুন আক্তার। তিনি সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের বিপক্ষে লড়াই করে ভোট পেয়েছেন ২০৯টি। তার চেয়ে ১৬ ভোট বেশি অর্থাৎ ২২৫ ভোট পেয়েছেন ডিপজল। ফলাফল ঘোষণার পরপরই মিশা-ডিপজলকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন নিপুন।

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া ভোট শেষ সন্ধ্যা ৬টায়। ফলাফল ঘোষণা করা শনিবার (২০ এপ্রিল) সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে।

বিজ্ঞাপন

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিপুন বলেন, ‘ডিপজল ভাইয়ের বিপক্ষে মাত্র ১৬ ভোটে হারব, এটা চিন্তাও করিনি। আমি ভেবেছিলাম ডিপজল ভাইয়ের সঙ্গে যখন দাঁড়াবো, খুব বেশি হলে ৫০টা ভোট পাব।’

তিনি আরও বলেন, ‘২০৯টি ভোট পেয়েছি। ডিপজল ভাই পেয়েছেন ২২৫টি। শিল্পী সমিতির ভাই-বোনেরা প্রমাণ করে দিয়েছেন—তারা আমাকে ভালোবাসেন।’ এ ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন নিপুন।

সভাপতি পদে মিশা সওদাগর ভোট পেয়েছেন ২৬৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি পেয়েছেন ১৭০ ভোট।

শুক্রবার সারাদিন উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন ৪৭৫ জন শিল্পী। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫৭০ জন। এই নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৮ প্রার্থী।

প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের মধ্যে একটি জোটে ছিলেন মিশা ও ডিপজল। আরেক প্যানেলে ছিলেন মাহমুদ কলি ও নিপুন আক্তার। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন খোরশেদ আলম খসরু। সদস্য হিসেবে ছিলেন এ জে রানা ও বিএইচ নিশান।

সারাবাংলা/এজেডএস

ডিপজল নিপুন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি মিশা সওদাগর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর