খরচাপাতির গল্প হবে গানে গানে
২৮ মে ২০১৮ ১৩:৩১ | আপডেট: ২৮ মে ২০১৮ ১৩:৪৭
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
মহানগর যেন টাকার খেলা। প্রতি পদক্ষেপে খরচ। টাকা হলে কি না পাওয়া যায় এই শহরে। তাই সবাই দৌড়াচ্ছে টাকার পেছনে। আর সব খরচ মেটাতে গিয়ে হিমশিম জীবন। সঞ্চয়ের খাতায় জমে থাকা ভালোবাসাটুকুই তখন একমাত্র আনন্দ। তবু এই শহরে প্রেমের মানুষটাও খরচা হয়ে যায়।
এমন ধারণা থেকে শহুরে যাপিত জীবনে বিভিন্ন রকমের খরচাপাতি নিয়ে তৈরি হয়েছে গান। শিরোনাম ‘খরচাপাতির গান’। গানের কথা লিখেছেন সোমেশ্বর অলি। আমজাদ হোসেনের সংগীতে কণ্ঠ দিয়েছেন লুৎফর হাসান। এর আগে লুৎফর-অলি জুটি শ্রোতাদের শুনিয়েছেন ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ গানটি।
নতুন গান নিয়ে লুৎফর বলেন, ‘খরচাপাতির গান এ সময়ের নাগরিক বাস্তবতা নিয়ে লেখা। আড্ডা দিতে দিতে এর সুর তৈরি করা হয়েছে। আমি, অলি আর ফিরোজ কবীর ডলার যৌথভাবে করেছি কাজটা।’
পারিবারিক চেনা ঘটনার মর্মস্পর্শী গল্পে নির্মিত হয়েছে গানটির মিউজিক ভিডিও। পিকলু চৌধুরীর পরিচালনায় এতে অভিনয় করেছেন লুৎফর হাসান ও তার মেয়ে দুপুর এবং অভিনেত্রী মৌসুমি নাগ। ঈদের আগেই গানটি অনলাইনে প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন।
সারাবাংলা/পিএ/পিএম