আরব আমিরাতের গোল্ডেন ভিসার রিকমেন্ডেশন পেলেন শাকিব
৪ মে ২০২৪ ১৭:১৫
মধ্যপ্রাচের দেশ আরব আমিরাত সাধারণত কিছু বিশেষ ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা দিয়ে থাকে। ব্যবসা ও এ ক্যাটাগরি চাকরি ছাড়া শুধু মাত্র সরকারিভাবে রিকমেন্ডেশন দিয়ে ট্যালেন্টেড পাওনিয়ার হিসাবে ভিন্ন দুইটা ক্যাটাগরিতে তারা সম্পূর্ণ বিনা খরচে সম্মাণ স্বরূপ গোল্ডেন ভিসা দিয়ে থাকে।
বিভিন্ন সময় বলিউডের অনেক তারকাকে ক্রিয়েটিভ কালচারাল ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা দেওয়ার খবর গণমাধ্যমে দেখা যায়। শাহরুখ খান, সঞ্জয় দত্তসহ অনেক বড় তারকারা ইতোমধ্যেই এই ক্যাটাগরিতে ভিসা পেয়েছেন।
এবার সেই একই ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো আরব আমিরাতের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে রিকমেন্ডেশন লেটার পেলেন শাকিব খান।
বিষয়টির সার্বিক তত্ত্বাবধনে আছেন পরিচালক অনন্য মামুন। তিনি বলেন, শাকিব খান বাংলা ভাষার সিনেমাকে বিশ্বের দরবারে বড় আকারে তুলে ধরার যে মিশন নিয়ে কাজ করছেন, তারই ক্ষেত্র তৈরী করতে এটি মাইলফলক হিসেবে কাজ করবে।
শাকিব খান বর্তমানে ভারতের কলকাতায় রয়েছেন ‘তুফান’ ছবির শুটিংয়ে। রায়হান রাফি পরিচালিত ছবিটি কোরবানির ঈদে মুক্তি পাবে। অন্য দিকে অনন্য মামুনের পরিচালনায় শাকিব খান অভিনয় করেছেন ‘দরদ’-এ। প্যান ইন্ডিয়ান ছবিটি এ বছর মুক্তির কথা রয়েছে।
সারাবাংলা/এজেডএস