Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসা থেকে মরদেহ উদ্ধার পরিচালক এম এ আউয়ালের

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৮ মে ২০২৪ ১৮:৩৫

মগবাজারের দিলু রোডের একটি বাসা থেকে চলচ্চিত্র নির্মাতা এম এ আউয়ালের মরদেহ উদ্ধার করেছে রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ। গতকাল (৭ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বুধবার (৮ মে) হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আওলাদ হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘স্বাভাবিকভাবে ঘুমের মধ্যে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।’

বিজ্ঞাপন

এম এ আউয়াল সহযোগী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। তিনি ‘সিটি রংবাজ’ সিনেমার মাধ্যমে সহযোগী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। এরপর পরিচালক হিসেবে ‘রাজপথের বাদশা’ ও ‘কাছের শত্রু’ সিনেমা পরিচালনা করেন।

সারাবাংলা/এজেডএস

এম এ আউয়াল মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর