Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেন্সর বোর্ডের নতুন কমিটি গঠিত

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১২ মে ২০২৪ ১৯:৫৭

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের নতুন কমিটি গঠিত হয়েছে। এ কমিটি এ বছরের ১২ মে থেকে আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন। ১৫ জনের এ কমিটিতে নতুন মুখ ৪ জন। এদের চলচ্চিত্র পরিচালক জাহাঙ্গীর আলম বাদে সবাই অভিনয়শিল্পী। তারা হলেন অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা, রোকেয়া প্রাচী ও অভিনেতা আজিজুল হাকিম।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন কমিটির সদস্যের নাম জানানো হয়। কমিটিতে অন্য যারা রয়েছেন─ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সিনিয়র সচিব/সচিব; প্রধানমন্ত্রীর প্রেস সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র); স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব বা তদুর্ধ্ব পদমর্যাদার একজন প্রতিনিধি; বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক; বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি; অভিনেত্রী সালমা বেগম সুজাতা (সুজাতা আজিম); চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু, অভিনেত্রী অরুনা বিশ্বাস ও বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, The Censorship of Films Act, 1963 (Amendment 2006) এর ৩ ধারা ও The Bangladesh Censorship of Films Rules, 1977 এর ৪নং বিধি মোতাবেক এ কমিটি গঠন করা হয়েছে। এটি উল্লেখিত দুটি আইনের পাশাপাশি The Code of Censorship of Films in Bangladesh, 1985 ও সংশ্লিষ্ট অন্যান্য আইন অনুসারে পরিচালিত হবে।

সারাবাংলা/এজেডএস

নতুন কমিটি পূর্ণিমা বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর