দেড় মিনিটের টিজে অন্তর্জালে আলোড়ন সৃষ্টি করেছে ‘তুফান’। রায়হান রাফি পরিচালিত ছবিটিতে শাকিব খানের লুক, গেটআপ─সর্বোপরি টিজে দেখানো চরিত্রে এক ঝলক, সবই নজর কেড়েছে দর্শকদের। আলোচিত এ ছবিটির টিজ একদিনে রেকর্ড ১ কোটির বেশি ভিউ হয়েছে। ঈদুল আযহায় মুক্তি পেতে যাওয়া ছবিটি পরিবেশনা করতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া।
প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ খবরটি নিশ্চিত করেছেন। তিনি সারাবাংলাকে বলেন, ছবিটি পরিবেশনা নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মৌখিকভাবে সবপক্ষই সম্মত হয়েছে। আনুষ্ঠানিক চুক্তিপত্র স্বাক্ষর বাকি।
ছবিটিতে খলচরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। তবে পুরো ছবিতে তার উপস্থিতি হবে স্বল্প সময়ের জন্য। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানাচ্ছে, চঞ্চল মূলত অতিথি চরিত্রে অভিনয় করছেন।
‘তুফান’-এর শুটিং বর্তমানে চলছে ভারতে। শাকিব খানকে নিয়ে রায়হান রাফি এখন সেখানেই অবস্থান করছেন। আগেই জানা গেছে এ সিনেমায় শাকিবের বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা।
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের আলফা-আই, চরকি ও ভারতের এসভিএফ।