Tuesday 03 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুকে ঝড় তুললেন মাহি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২২ মে ২০২৪ ১৮:০০ | আপডেট: ২২ মে ২০২৪ ১৮:০৪

গেল কয়েক বছর ধরে চিত্রনায়িকা মাহিয়া মাহি তার ব্যক্তি ও রাজনৈতিক জীবন নিয়ে আলোচনায় থাকছেন। সিনেমায় অভিনয় থেকেও অনেকটা দূরে। গেল ঈদে ‘রাজকুমার’-এ অতিথি চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসায় ভেসেছেন। তখন জানিয়েছিলেন সিনেমায় পুরোপুরি ফেরার প্রস্তুতি নিচ্ছেন। আর এ প্রস্তুতির এক ঝলক দেখা গেল তার ফেসবুক আইডিতে।

এক মিনিট দৈর্ঘ্যের একটি নাচের ভিডিও আপ করেছেন মাহি। সে ভিডিও ২৪ ঘণ্টা পেরোনোর আগেই এ মুহূর্ত পর্যন্ত সাড়ে তিন মিলিয়ন ভিউ হয়েছে। দর্শক-অনুরাগী বলছেন মাহি রীতিমত ঝড় তুলেছেন।

বিজ্ঞাপন

ভিডিওতে হিন্দি গান ‘হার ফান মাওলা’র সঙ্গে কোমর দুলিয়েছেন মাহি। গোলাপি ও কালো রঙের পোশাকে যে তাকে দেখা গেলো, তাতে অবাক, বিস্মিত ভক্ত-অনুরাগীরা। কারণ এমন ফিট, আকর্ষণীয় রূপে তাকে নিকট অতীতে আর দেখা যায়নি।

জানা গেছে, একটি ফটোশুটে অংশ নিতে গিয়েই এমন নাচের অনুশীলন সেরে নিয়েছেন মাহি। তাকে কোরিওগ্রাফি নির্দেশনা দিয়েছেন আরোহী ইসলাম অণু। আর ক্যামেরায় মাহিকে ধারণ করেছেন সৈয়দ শাহেওয়ার হোসাইন।

 

সারাবাংলা/এজেডএস

ড্যান্স কভার ফেসবুকে ঝড় মাহিয়া মাহি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর