একের পর এক বিতর্ক হচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে। ১৯ এপ্রিল ভোটের পর থেকে প্রতিদিনই কোন না কোন ঘটনা ঘটছে। ডিপজলের সাধারণ সম্পাদক স্থগিত করে হাইকোর্টের আদেশ, ডিপজলের শিল্পীদের গাবতলীর হাটে চাকরি দেওয়া─ এসবের মধ্যে ওমর সানী ঘোষণা দিলেন তিনি আর সমিতিতে থাকতে চান না।
নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে ওমর সানী সমিতির সদস্যপদ ত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার (২৫ মে) বিকেলে তিনি লিখেছেন, “আমি আর শিল্পী সমিতিতে সদস্য হিসাবে থাকতে চাচ্ছি না, আমি কয়েক দিনের মধ্যে প্রেসিডেন্ট সাহেবের কাছে চিঠি পাঠাবো। আমার সমস্ত শিল্পীর প্রতি শ্রদ্ধা রইল।”
কেন তিনি সদস্য থাকতে চাইছেন না, বিষয়টি পরিস্কার নয়। তবে ধারণা করা হচ্ছে শিল্পী সমিতির পদ পদবী নিয়ে সৃষ্ট জটিলতা এবং শিল্পীদের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগের কারণেই বিরক্ত হয়ে সমিতির সদস্য পদ ছাড়তে চাইছেন ওমর সানী।
এ ব্যাপারে তোর সঙ্গে যোগাযোগ করে কোন সাড়া পাওয়া যায়নি।