Tuesday 03 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তুফান’ শেষে দেশে শাকিব খান

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৬ মে ২০২৪ ১৯:৩৭

ঈদে আসার জন্য পুরোদমে কাজ করে যাচ্ছে ‘তুফান’। রায়হান রাফি পরিচালিত ছবিটির জন্য টানা ৪০ দিনের শিডিউল দিয়েছেন শাকিব খান। ভারতে ছবিটির শুটিং শেষ করে, ডাবিংও করেছেন তিনি। সব শেষ করে তিনি এখন দেশের মাটিতে। রোববার (২৬ মে) দুপুর ১২টার একটি ফ্লাইটে দেশে এসেছেন।

গেল ১৬ এপ্রিল থেকে এ ছবির শুটিং শুরু হয়েছিল। টানা কাজের মাধ্যমে ক্যামেরা ক্লোজ হয়েছে। বর্তমানে পোস্ট প্রোডাকশন চলছে। তবে শুটিং চলাকালীন ‘তুফান’-এর টিজার ছেড়ে দর্শকদের প্রত্যাশার পারদ বাড়িয়ে দিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

এর আগে শাকিবের বিপরীতে কলকাতার শ্রাবন্তী, শুভশ্রী, নুসরাত, পায়েল, সায়ন্তিকাসহ প্রথম শ্রেণির প্রায় সকলেই অভিনয় করেছেন। এবার শাকিবের ‘তুফান’-এ যুক্ত হলেন ওপারের হালের আলোচিত নায়িকা মিমি চক্রবর্তী।

শিগগির ‘তুফান’ ছবিতে সময়ের জনপ্রিয় সংগীত তারকা প্রীতম হাসানের তৈরি ‘লাগে উরাধুরা’ নামে একটি গান প্রকাশ পাবে। যার ২০ সেকেন্ডের এক ঝলক প্রকাশিত হয়েছে শনিবার (২৫ মে)।

আলফা আই, চরকি এবং এসভিএফের প্রযোজনায় ‘তুফান’-এ শাকিব-মিমি ছাড়াও আছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত প্রমুখ।

সারাবাংলা/এজেডএস

তুফান শাকিব খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর