Tuesday 03 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তমা-মিষ্টির ঝামেলা সমাধান করলো শিল্পী সমিতি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৮ মে ২০২৪ ২১:১৪

দুই চিত্রনায়িকা তমা মীর্জা ও মিষ্টি জান্নাত একে অপরকে আইনি নোটিশ দিয়েছিলেন। অনলাইনে আপত্তিকর মন্তব্য ও মানহানির অভিযোগে প্রথমে তমা মীর্জা মিষ্টিকে ৭ দিনের সময় দিয়ে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন। অন্যদিকে ওই নোটিশের জবাবে মিষ্টি পাঠান ২০ কোটি টাকা ক্ষতিপূরণের নোটিশ। তাদের এ পাল্টাপাল্টি নোটিশে ইন্ডাস্ট্রি ও এর বাইরে সমালোচনার ঝড় বইয়ে যাচ্ছিল। এমন অবস্থায় তাদের দুজনকে ডেকে পাঠায় চলচ্চিত্র শিল্পী সমিতি।

বিজ্ঞাপন

সংগঠনের এফডিসিতে অবস্থিত স্টাডি রুমে দুজনকে নিয়ে বৈঠক বসে। সমিতির নেতারা দুজনের মধ্যকার সকল সমস্যার সমাধান করে দেন মুহূর্তেই। দুজনেই হাত ধরে হাসি মুখে ছবি তুলেন।

সমিতির সহসভাপতি ডি এ তায়েব বলেন, তমা-মিষ্টির মধ্যে ভিন্ন মতের কারণে মনোমালিন্যের সৃষ্টি হয়। এই মনোমালিন্য দূর করতে তারা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির শরণাপন্ন হন। পরে সমিতির সভাপতি মিশা সওদাগরের উদ্যোগে ও কার্যকরী পরিষদ সদস্যদের উপস্থিতিতে বিষয়টির সুষ্ঠু মীমাংসা হয়। এই বিষয়ে যাতে আর পুনরাবৃত্তি না হয় সেদিকে আমরা সচেষ্ট থাকব।

তমা মির্জা বলেন, দিনশেষে আমরা শিল্পী। আমাদের অভিভাবক শিল্পী সমিতি। তাদের মাধ্যমে পুরো বিষয়টির সুন্দর সমাধান হয়েছে। ধন্যবাদ শিল্পী সমিতিকে।

মিষ্টি জান্নাত বলেন, বাবা-মায়ের মতো অভিভাবক শিল্পী সমিতি। সমিতি আমাদের দ্বিতীয় পরিবার। তাদের উপস্থিতিতে সুন্দর সমাধান হয়েছে। তমা আপু আমার খুব কাছের। ভুল বোঝাবুঝির কারণে এমন হয়েছে। মূলত ইউটিউবারদের কারণে এই ভুল বোঝাবুঝি। আশা করব, ভবিষ্যতে ইউটিউবাররা আর উদ্ভট ক্যাপশন দেবেন না। অনুরোধ রইল। অভিভাবকদের কথামতো পুরো বিষয়ের দ্বন্দ্বের শেষ হয়েছে। ভবিষ্যতে এমন কিছু হবে না, যাতে শিল্পীরা ছোট হয়। সমিতিকে ধন্যবাদ, এত সুন্দর সমাধানের জন্য।

সারাবাংলা/এজেডএস

আইনি নোটিশ তমা মীর্জা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি মিষ্টি জান্নাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর