নির্বাচনী লড়াইয়েও ‘দিদি নাম্বার ওয়ান’ রচনা
৪ জুন ২০২৪ ১৮:৩৪
টেলিভিশন শো ‘দিদি নাম্বার ওয়ান’ করে ভারতসহ পৃথিবীর নানা প্রান্তের বাঙালির কাছে জনপ্রিয়তা পেয়েছেন রচনা ব্যানার্জী। ভারতের লোকসভা নির্বাচনী তিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। অর্থাৎ এখানেও ‘দিদি নাম্বার ওয়ান’ হয়েছেন এ জনপ্রিয় অভিনেত্রী, উপস্থাপক।
লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্রে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে বিজয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। রাজনীতির মাঠে একে অপরের বিপক্ষে লড়াই করলেও আদতে দুই প্রার্থীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দু’জনেই অভিনেত্রী। পেশার সূত্রেই দু’জনের বন্ধুত্ব। প্রায় দীর্ঘ ১৭ বছরের বন্ধুত্ব রয়েছে লকেট এবং রচনার। রাজনীতির লড়াইয়ে নেমে একে অপরকে কখনও কটু কথায় আক্রমণ করেননি।
প্রথম দিন প্রচারকেন্দ্রে যাওয়ার পথে চারিদিকে শুধু ‘ধোঁয়া’ দেখেছিলেন রচনা। ২০ মে হুগলি কেন্দ্রে লোকসভা ভোট হয়েছিল। ফলপ্রকাশের আগের দিন গণনাকেন্দ্র ঘুরে মন্তব্য করেছিলেন, ‘‘সবার উপর মানুষ সত্য।’’ ভোটের ফলাফল যা হবে, তা মেনে নেবেন তিনি।
অভিনেত্রী জানিয়েছিলেন, ভোটের প্রচার থেকে ছুটি পেলে ছেলের সঙ্গে প্রচুর সময় কাটাতে চান তিনি। প্রাগ দেশেও ঘুরতে যাওয়ার ইচ্ছা রয়েছে তার।
হুগলি কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসাবে দাঁড়ানোর পর সমাজমাধ্যমে রচনাকে নিয়ে মিমের ছড়াছড়ি শুরু হয়ে যায়। একাংশের মতে, ‘নেত্রীসুলভ’ আচরণ অপেক্ষা যেন ‘নায়িকাসুলভ’ হাবভাব বেশি রচনার। কিন্তু শেষ বিচারে শেষ হাসি হাসলেন তিনিই।
সারাবাংলা/এজেডএস