জেতার পর মাকে মনে পড়ছে সায়ন্তিকার
৫ জুন ২০২৪ ১৬:৪৪
ভারতের লোভসভা নির্বাচনে যাদবপুর থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সায়ন্তিকা। তিনি মমতা বন্ধোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছেন। জয়ের মুহূর্তে কলকাতার বিভিন্ন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, তার এ স্মরণীয় মুহূর্তে মাকে বেশি মনে পড়ছে।
মাত্র ৩১ বছর বয়সেই লোকসভার সাংসদ, আপাতত জয়ের ঘোরে আচ্ছন্ন সায়ন্তিকা। তিনি বলেন, “আজ যদি আমার মা আর দাদা থাকত! মনে হল, মা একাই বোধহয় ৫০ হাজার ভোট দিয়ে দিয়েছে। তাই এই ফলাফল। নইলে, এতটাও আশা করিনি!”
জয়ের সঙ্গে সঙ্গে প্রত্যাশার চাপও ঘিরে ধরছে তাঁকে। প্রথমবার প্রার্থী হয়েই আড়াই লক্ষের ব্যবধানে জিতেছেন। প্রথম থেকেই রাজনীতিকে গুরুত্ব দেওয়া সায়নী ভেবে ফেলেছেন পরবর্তী নির্বাচনের কথা। আগামীবার জয়ের ব্যবধান পাঁচ লক্ষে তুলে নিয়ে যেতে হবে, সায়নীর নাকি আপাতত সেটাই ‘পাখির চোখ’।
এদিকে জেতার পর সবার জানার ইচ্ছে সংসদে কী পরে যাবেন এ নায়িকা। তিনি জানালেন, আপাতত সাদা শাড়ি ও চপ্পল পরে যাবেন।
সারাবাংলা/এজেডএস