Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবেয়া খাতুনের গল্পে আবুল হায়াতের পরিচালনা


৩০ মে ২০১৮ ১৮:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বাংলা সাহিত্য জগতে রাবেয়া খাতুন এক কিংবদন্তির নাম। লিখেছেন অসংখ্য ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধসহ গবেষণাধর্মী লেখা। তার লেখা গল্প, উপন্যাস থেকে নির্মিত হয়েছে অনেক নাটক, এমনকি চলচ্চিত্রও। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে তার উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে খণ্ডনাটক ‘অমিত্রাক্ষর’।

অন্যদিকে দাপুটে অভিনেতা আবুল হায়াত। মঞ্চ, টিভি, চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেতা বিশেষ দিন উপলক্ষে মাঝে মধ্যেই নির্মাণ করেন নাটক। সেই ধারাবাহিকতায় এবার তিনি নির্মাণ করেছন ‘অমিত্রাক্ষর’।

নাটকের কাহিনী গড়ে উঠেছে জাফর ও জোলেখার সম্পর্ক নিয়ে। তাদের মনস্তাত্বিক দ্বন্দ্বের ভেতর দিয়ে নাটকটের কাহিনী এগিয়ে যায়।

বিজ্ঞাপন

পরিচালনার পাশাপাশি নাটকের চিত্রনাট্য করেছেন আবুল হায়াত। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন, সাজ্জাদ, শিরীন আলম, মাসুম আজিজসহ আরও অনেকে। চ্যানেল আইতে ঈদের দ্বিতীয় দিন রাত ৭টা ৪০মিনিটে প্রচার হবে নাটকটি।

সারাবাংলা/আরএসও/পিএ

অমিত্রাক্ষর আবুল হায়াত খণ্ড নাটক রাবেয়া খাতুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর