Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশু-কিশোরদের সংকট তুলে ধরবে ‘গমনপথ’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৪ জুন ২০২৪ ১৭:৫০

ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে শিশু-কিশোরদের নিয়ে অনুষ্ঠান ‘ঈদ আনন্দ’।

শিশু-কিশোররা ঈদের সময় আনন্দে ভাসতে চাই, প্রজাপতির মতো উড়তে চাই এ থিমে অনুষ্ঠানটি নির্মাণ করা হয়েছে। নাচ, গান, জাদু, অ্যাক্রোবেটিক, দর্শকদের অংশগ্রহণ গেমস শো নিয়ে সাজানো হয়েছে এ অনুষ্ঠান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছে অর্ণি ও বৃন্ত। ইয়াসমিন আক্তার ও মাহেদুর রহমানের প্রযোজনায় এটি প্রচারিত হবে ঈদের দিন সকাল ১১ টা ১৫ মিানিটে।

বিজ্ঞাপন

এছাড়াও শিশু-কিশোরদের অংশগ্রহণে প্রচারিত হবে ‘গমনপথ’ শিরোনামে আরেকটি অনুষ্ঠান। নূরুদ্দিন জাহাঙ্গীরের গল্প ভাবনায় এটি রচনা করেছেন শাহীন সরকার। আফরোজা সুলতানার প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের ২য় দিন সকাল ৮টা ২০ মিনিটে।

নাটিকার মাধ্যমে অনুষ্ঠানটি ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে দেখা যাবে আরিফ ও নেহাল দুই বন্ধুর বাসা পাশাপাশি। বারান্দায় দাঁড়িয়ে তারা তাদের জীবনের নানান সংকট ও সমস্যা নিয়ে কথা বলে। মা-বাবার কাছ থেকে তারা আরো একটু বেশি সময় প্রত্যাশা করে। এছাড়াও স্কুল, প্রাইভেট, পড়াশোনার নির্দিষ্ট বলয়ে তারা হতাশ হয়ে পড়ে। বেঁচে থাকার অনুপ্রেরণা হারিয়ে ফেলে। একদিন দুই বন্ধু মিলে ঘর থেকে বের হয় অজানার উদ্দেশ্যে। তখন একের পর এক ঘটনায় অনুষ্ঠানটি এগিয়ে যায়।

সারাবাংলা/এজেডএস

ঈদ আনন্দ গমনপথ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর