Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলে গেলেন চলচ্চিত্র প্রযোজক বাদশা ভাই

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৫ জুন ২০২৪ ১৬:৪৪

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের বড় ভাই হাজী মো. শাহাদাৎ হোসেন (বাদশা ভাই) মারা গেছেন। শনিবার (১৫ জুন) বেলা ১২টা ৩০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ডিপজল নিজেই এ খবর জানিয়েছেন।

ফেসবুক স্ট্যাটাসে ডিপজল লিখেছেন, ‘হাজী মোহাম্মদ শাহাদাৎ হোসেন (বাদশা ভাই) কিছুক্ষণ আগে শ্যামলীর একটি হাসতাপালে ইন্তেকাল করেছেন। আল্লাহ যেনো উনাকে বেহেশত নসিব করেন।’

এর আগে শুক্রবার তার সুস্থতা কামনা করে একটি স্ট্যাটাস দিয়েছিলেন ডিপজল। সেখানে তিনি লেখেন, আমার বড় ভাই হাজি মোঃ শাহাদাৎ হোসেন (বাদশা ভাই ) ১৪ই জুন ভোর ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বর্তমানে লাইফ সাপোর্টে আছেন। সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর