Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাল্টে যাচ্ছে ঈদের ছবির তালিকা


৩১ মে ২০১৮ ১৫:৩৬ | আপডেট: ৩১ মে ২০১৮ ১৮:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

ঈদুল ফিতরে বড় পর্দা কাঁপাবে কোন সিনেমা? ঈদের আর সপ্তাহ দুয়েক বাকি থাকলেও এখনো ঈদের ছবির তালিকা চূড়ান্ত হয়নি।

ঈদ, পূজাসহ উৎসবে উপমহাদেশ থেকে আমদানি করা সিনেমা দেখানো যাবে না, বুধবার (৩০ মে) আপিল বিভাগের এমন আদেশের পর পাল্টে যাচ্ছে ঈদুল ফিতরে মুক্তি পেতে যাওয়া ছবির তালিকা।

বনি ও মাহিয়া মাহি

শোনা যাচ্ছে হার্টবিট প্রোডাকশনের যৌথ প্রযোজনার সিনেমা ‘মনে রেখো’ মুক্তি পেতে পারে ঈদে। এই ছবিটি আগের তালিকায় ছিল না।

এ ব্যাপারে হার্টবিট প্রোডাকশনের কর্মকর্তা মোহাম্মদ আলিম জানান, ‘‘হ্যাঁ, আমরা ‘মনে রেখো’ সিনেমাটি মুক্তি দেয়ার কথা ভাবছি। সে অনুযায়ী কাজও চলছে। তবে এই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।’’ ওয়াজেদ আলী সুমন পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও কলকাতার বনি।

বিজ্ঞাপন

একই প্রোডাকশনের ব্যানারে আরেকটি ছবি ‘সুপার হিরো’। শাকিব খান অভিনীত ও আশিকুর রহমান পরিচালিত ছবিটি নিয়েও তৈরি হয়েছে সমস্যা। অভিযোগ উঠেছে তথ্য মন্ত্রণালয়ের অনুমতি না নিয়েই ছবির শুটিং করা হয়েছে অস্ট্রেলিয়াতে। যদিও এই কাজের জন্য পরবর্তীতে সিনেমার প্রযোজক তাপসী ফারুক দুঃখ প্রকাশ করে চিঠি দিয়েছেন মন্ত্রণালয়ে। বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে কয়েক দফা সভা হলেও ফল আসছেনা কোনো। এ বিষয়ে মোহাম্মদ আলিম বলেন, সুপার হিরো নিয়েও সমস্যা কিছুটা আছে। সামনের সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে সব কিছু চূড়ান্ত হতে।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘পোড়ামন টু’। বৃহস্পতিবার (৩১ মে) ছবিটি জমা পড়েছে সেন্সর বোর্ডে, জানিয়েছেন ছবির পরিচালক রায়হান রাফি। ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম ও পূজা।

কায়েস আরজু ও পরীমনি

পরীমনি ও কায়েস আরজু অভিনীত ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিটিরও ঈদে মুক্তি নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন পরিচালক শামীমুল ইসলাম শামীম।

এখন পর্যন্ত ঈদের একমাত্র ছবি হিসেবে সেন্সর ছাড়পত্র পেয়েছে উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’।

সারাবাংলা/পিএ/পিএম

ঈদের সিনেমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর