এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
বড় পর্দায় মিসির আলী আসছে প্রথমবার। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সৃষ্ট চরিত্রটি পর্দায় দেখার জন্য তাই পাঠক-দর্শকদের আগ্রহের কমতি নেই। ‘দেবী’ সিনেমায় দেখা যাবে মিসির আলীকে। কিন্তু কবে দেখা যাবে? প্রশ্ন ছিল সবার। সেই উত্তর জানা গেল আজ (শুক্রবার, ১ জুন)।
কোরবানি ঈদের পর, আজ থেকে ৯৮ দিন পর অর্থাৎ সাত সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। তারিখটি নিশ্চিত করেছেন মিসির আলী চরিত্রের অভিনেতা চঞ্চল চৌধুরী। শুক্রবার সকাল ১১টায় তিনি এক ভিডিও বার্তায় এই আনন্দের খবরটি ভাগাভাগি করেছেন ভক্ত-দর্শকদের সঙ্গে।
https://www.facebook.com/DebiMisirAliMovie/videos/406070129891273/
শুক্রবার (১ জুন) দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর জন্মদিন। আর এই আনন্দের দিনেই এলো বিশেষ খবর। চঞ্চল চৌধুরী জানালেন ‘দেবী’ সিনেমার মুক্তির তারিখ।
‘দেবী’ উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস। সরকারি অনুদানের পাশাপাশি ছবিটি প্রযোজনা করেছে অভিনেত্রী জয়া আহসানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি তে সিনেমা’। এটি জয়ার প্রথম চলচ্চিত্র প্রযোজনা।
ছবিতে রানু চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আরও আছেন অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়াসহ অনেকে।
সারাবাংলা/পিএ/টিএস