Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগস্টে চঞ্চলের ‘পদাতিক’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২ জুলাই ২০২৪ ২২:০৬

আগামী ৫ জুলাই ভারতে মুক্তি পাবে ‘তুফান’। ছবিটির অন্যতম প্রধান চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী। তার অভিনীত ভারতীয় ছবি ‘পদাতিক’ মুক্তি পাবে আগামী আগস্টে। বিখ্যাত নির্মাতা মৃণাল সেনের জীবনীকে (বায়োপিক) কেন্দ্র করে নির্মিত এ ছবি পরিচালনা করেছেন সৃজিত মুখার্জী।

একটি পোস্টার শেয়ার করে খবরটি নিশ্চিত করে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল জানান, ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে ‘পদাতিক’। এর আগে চঞ্চল চৌধুরী জানিয়েছিলেন, মুক্তি পেলে বাংলাদেশের দর্শকরাও এ বছর পদাতিক দেখতে পারবেন।

তিনি বলেন, মৃণাল সেনের বাড়ি ছিল বাংলাদেশের ফরিদপুরে। উপমহাদেশের কিংবদন্তী নির্মাতা ছিলেন মৃণাল সেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে তার সাফল্য গাঁথা খুব বেশি মানুষ জানেন না। এই সিনেমায় সেইসব দিক উঠে আসবে।

চঞ্চল চৌধুরী বলেন, ৩০-৩৫ বছর থেকে ৯০ বছর বয়স পর্যন্ত মৃণাল সেনের লুকগুলোতে আমাকে অভিনয় করতে হয়েছে। জন্ম থেকে মৃত্যু তার কাব্যময় জীবন উঠে এসেছে। যে কোনো কাজে আমার সেরাটা দেওয়ার চেষ্টায় কমতি থাকে না। পদাতিকে খুব সচেতনভাবে আমি সেরা চেষ্টাটা করেছি।

সারাবাংলা/এজেডএস

আগস্ট চঞ্চল চৌধুরী পদাতিক


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর