‘তুফান’-এর পর রাফীর ‘ব্ল্যাক মানি’
৪ জুলাই ২০২৪ ১৭:৫৮
রায়হান রাফীর পরিচালনায় ‘তুফান’ গেল ঈদে মুক্তি পেয়েছে। ছবিটি বক্স অফিসে সফলতা পেয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) ছবিটির কলকাতা প্রিমিয়ার হচ্ছে। শুক্রবার থেকে ভারতের সিনেমা হলগুলোতে ছবিটি চলবে। এ অবস্থায় তার নতুন কাজের খবর এলো। তিনি ‘ব্ল্যাক মানি’ নির্মাণ করবেন। ওয়েব সিরিজটি প্রযোজনা করছে বঙ্গ।
সিরিজটি নিয়ে রাফী বলেন, ‘আমি আসলে গল্প বলতে চাই। বিচিত্র সব গল্প। ফলে কোন ফরমেটে, সেটি বিষয় না। আমার কাছে বরাবরই কনটেন্ট গুরুত্বপূর্ণ। আশা করছি এই সিরিজটিও সবার ভালো লাগবে।’
‘পোড়ামন ২’, ‘পরাণ’, ‘দামাল’, ‘সুড়ঙ্গ’ আর ‘তুফান’ নির্মাতা এবারই যে ওটিটিতে পা ফেলছেন, তা কিন্তু নয়। এই ছবিগুলোর ফাঁকেই তিনি নিজেকে জানান দিয়েছেন ওটিটি প্ল্যাটফর্মেও। ‘টান’, ‘ফ্লোর নম্বর সাত’, ‘ফ্রাইডে’র মতো কনটেন্ট বানিয়ে দারুণ প্রশংসিত হয়েছেন নির্মাতা। সেই তালিকায় এবার যুক্ত হচ্ছে ‘ব্ল্যাক মানি’।
না। এখনই এর গল্প বা কাস্টিং নিয়ে কিছু বলছেন না। সিরিজটি প্রকাশ হবে দেশের ওটিটি বঙ্গতে।
রাফী বলেন, ‘বঙ্গর সঙ্গে আমার প্রথম কাজ এটি। সাধারণত যে ধরণের গল্প পর্দায় বলার চেষ্টা করি, এটি সেটি থেকে অনেকটাই ভিন্ন। দেখা যাক।’ সিরিজটি এ বছরই উন্মুক্ত হবে বলে জানান রাফী।
সারাবাংলা/এজেডএস