Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাহাত ফাতেহ আলী খানের কনসার্ট স্থগিত

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৮ জুলাই ২০২৪ ১৯:০৪

উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খানের কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০ জুলাই। ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে তার সংগীত পরিবেশন করার কথা ছিল। যেটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

এটি আয়োজন করছে বাই হেয়ার নাউ (বিএইচএন) নামের একটি প্রতিষ্ঠান। আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘প্রিয় অতিথি, দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে, আমরা আপনাদের দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের আসন্ন ইভেন্ট ‘লিডিং দ্য টাইমস: স্কারলেট ক্রিসেন্ডো’ স্থগিত করা হয়েছে। আমাদের অংশগ্রহণকারী, কর্মী এবং অংশীদারদের নিরাপত্তা এবং মঙ্গল আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তাই কনসার্ট টি সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে। ফেরত প্রক্রিয়া এবং নতুন তারিখ সংক্রান্ত পৃথক পোস্ট শীঘ্রই শেয়ার করা হবে।’

বিজ্ঞাপন

এর বৃহস্পতিবার ১১ জুলাই এক ফেসবুক পোস্টে রাহাত ফতেহ আলী খান নিজের এই কনসার্টের বিষয়টি জানান।

সারাবাংলা/এজেডএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর