Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলো ‘জোকার ২’-এর ট্রেলার

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৪ জুলাই ২০২৪ ১৬:৫৫

আর্থার ফ্লেক ও হার্লে কুইন চরিত্রে আগেই মুগ্ধ করেছিলেন জোয়াকিন ও লেডি গাগা। এবার তাদের দারুণ রসায়নের আরও ঝলক দেখা গেল ‘জোকার : ফোলি এ ডিউক্স’র অফিশিয়াল ট্রেলারে।

ট্রেলার দেখেই ধারণা করা যাচ্ছে যে সিনেমার বেশিরভাগ অংশের শুটিং হয়েছে আরখাম অ্যাসাইলামে, সেখানেই আর্থারের সাথে হার্লে কুইনের প্রথম দেখা হয়।

জোকারের হাসির প্রেমে পড়ে যান হার্লে কুইন, খুঁজে পান সংযোগ। জোকারও বুঝতে পারেন প্রথমবারের মতো তিনিও কারও কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন।

ট্রেলারে দেখা যায় আর্থার ফ্লেকের ট্রায়ালের ঝলক। সেই সাথে ‘জোকার অ্যান্ড হার্লে শো’-এর দেখা পাওয়া যায়, যেখানে দেখা যায় আর্থার ফ্লেকের সেই ‘ম্যানিক’ ড্যান্স।

হার্লে ও জোকারের জোড়া যেন ‘গোথেম হেল’-এ তৈরি, এতটাই দুর্দান্ত ও আকর্ষণীয়। ট্রেলার শেষ হয় দুজনের গুন গুন গানে।

ট্রেলার দেখে মুগ্ধ ভক্তরা ভালোবাসা ও প্রশংসায় ভরাচ্ছেন কমেন্ট বক্স। এক ভক্ত লিখেছেন, ‘আরেকটি ব্লকবাস্টার আসছে।’ আরেকজনের মন্তব্য, ‘যিনি এই ট্রেলারটি সম্পাদনা করেছেন তাকে তুলে ধরুন, অসাধারণ।’ আরেক নেটিজেনের মন্তব্য, ‘জোয়াকিন ও লেডি গাগাকে এক ছবিতে পেয়ে দারুণ লাগছে।’

৪ অক্টোবর বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘জোকার : ফোলি এ ডিউক্স’। ছবিটি ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে লড়বে।

সারাবাংলা/এজেডএস

জোকার ২ ট্রেলার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর