‘জেনিফার তুমি রক্তগোলাপ’
২ জুন ২০১৮ ১৯:৫৫
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
মাহমুদ দিদার নাটক নির্মাণ করেন, নির্মাণ করছেন সিনেমাও। তিনি নিজে কবি বলেই হয়তো তার নির্মাণগুলো হয় কবিতার মতো সুন্দর। এবারের ঈদের জন্য তিনি নির্মাণ করেছেন একটি বিশেষ টেলিফিল্ম। ‘জেনিফার তুমি রক্তগোলাপ’ শিরোনামের টেলিছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা।
এর গল্পে জেনিফার একজন অভিনেত্রী। চরিত্র নিয়ে কাজ করতে গিয়ে তিনি নিজেই ঢুকে পড়েন একটি চরিত্রে। হয়ে পড়েন অবসেসড! তার প্রেমিক তাজ সেখান থেকে তাকে নিয়ে আসতে চায় আরেক জগতে।
সে সময় সিনেমার একজন এক্সট্রা মেয়ে হারিয়ে যায়। পাওয়া যায় তার মৃতদেহ। জেনিফার তখন অভিনয় করছিলো একজন খুনীর চরিত্রে। সে অবচেতন ভাবেই নিজেকে খুন হয়ে যাওয়া এক্সট্রা মনে করতে থাকে এবং তার বেদনা অনুভব করতে থাকে।
মেয়েটির খুনের পিছনে যে ছিলো তাকে জেনিফার নিজের গল্পের চরিত্রে অভিনয় করতে বলে। যেখানে সে একটা খুনের দৃশ্য করবে। গল্পের খুনটা জেনিফার সত্যি সত্যি করে বসে। প্রকৃত অর্থে জেনিফার সিনেমার অভিনয়ের ভিতর দিয়ে একজন ধর্ষকামীকে খুন করে এবং বলে ‘একটি অভূতপূর্ব বিক্ষোভের সূচনা করলাম মাত্র!’
‘জেনিফার তুমি রক্তগোলাপ’ টেলিফিল্মে তিশা ছাড়াও অভিনয় করেছেন, এফএস নাঈম, ইশরাত তন্বি, করবি মিজান, রুদ্র হক, জিসান, আফজাল ও জেরিন। নির্দেশনার পাশাপাশি এর গল্পও লিখেছেন মাহমুদ দিদার। চিত্রনাট্য করেছেন মোহাম্মদ আলী ও রায়হান আসাদ।
আসছে ঈদে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন দেখাবে ‘জেনিফার তুমি রক্তগোলাপ’।
সারাবাংলা/টিএস