Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং ধানুশের

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৭ জুলাই ২০২৪ ১৮:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণী সিনেমার বড় তারকা ধানুশ অভিনীত ছবি ‘রায়ান’। এ ছবির বক্স অফিসের আয় তার আগের সবগুলো ছবির বক্স অফিস কালেকশনকে ছাড়িয়ে গেছে। এটি তার অভিনীত ৫০তম এবং পরিচালিত ২য় ছবি।

স্যাকনিল্কের মতে, মুক্তির প্রথম দিনে দক্ষিণী বক্স অফিস থেকে ছবিটি ১২.৫ কোটি রুপি আয় করেছে। যার ভেতর তামিল সংস্করণ থেকে ছবিটি আয় করেছে ১১ কোটি রুপি ও তেলুগু সংস্করণ থেকে আয় করেছে ১.৫ কোটি রুপি। যা ধানুশের ক্যারিয়ারের প্রথম দিনের সর্বোচ্চ আয়কৃত ছবি ‘কারনান’র (১০.৪ কোটি রুপি) রেকর্ড ভেঙে ফেলেছে।

সেই সঙ্গে এই সিনেমাতে ধানুশকে ভিন্ন চেহারায় দেখা গেছে। যেভাবে আগে কখনো তাকে দেখা যায়নি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভক্তরা এই সিনেমাটিতে দুর্দান্ত কিছু গান উপহার পেয়েছেন। কারণ কিংবদন্তী মায়েস্ত্রো এ আর রহমান গানগুলো রচনা করেছেন।

বিজ্ঞাপন

সান পিকচার্সের ব্যানারে কলানিথি মারান প্রযোজিত এই সিনেমাতে এস জে সূর্য, প্রকাশ রাজ, সেলভারাঘবন, ভারালক্ষ্মী শরৎকুমারসহ একঝাঁক তারকা অভিনয় করেছেন।

সারাবাংলা/এজেডএস

ধানুশ রায়ান