Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেরাকোটা নিয়ে ৮ দিনের কর্মশালা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩০ জুলাই ২০২৪ ১৮:৩৭

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে টেরাকোটা কর্মশালা। ৮ দিনব্যাপী আয়োজনটি চলবে আগামী ১১ থেকে ১৮ আগস্ট। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এটি অনুষ্ঠিত হবে।

সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০ জন চারুকলা শিক্ষার্থীকে নিয়ে এটি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩০ জুলাই) ছিল আবেদনের শেষ তারিখ। প্রতিষ্ঠানটির অনুষ্ঠান ও প্রদর্শনীর বিভাগের সহকারী পরিচালক মাহাবুর রহমান সুজন জানিয়েছেন ৮০টির মত আবেদন জমা পড়েছে। এদের মধ্য থেকে নির্বাচিত ৬০ জন অংশগ্রহণের সুযোগ পাবেন। নির্বাচিত প্রত্যেককে নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে। কর্মশালা শেষে প্রত্যেককে একটি করে সার্টিফিকেট দেওয়া হবে।

কর্মশালাটি অনুষ্ঠিত হবে জাতীয় চিত্রশালায়।

উল্লেখ্য শিল্পকলার আয়োজনে প্রথম টেরাকোটা কর্মশালাটি অনুষ্ঠিত হয় গত বছরের ডিসেম্বরে। সেবারও নির্বাচিত ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ নেওয়ার সুযোগ পেয়েছিল।

সারাবাংলা/এজেডএস

টেরাকোটা কর্মশালা বাংলাদেশ শিল্পকলা একাডেমি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর