Tuesday 03 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানিয়ে রাজপথে শিল্পীরা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১ আগস্ট ২০২৪ ১৬:১৩ | আপডেট: ২ আগস্ট ২০২৪ ১৮:৫২

‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’-এর ব্যানারে কোটা আন্দোলনকে ঘিরে চলমান সংহিসতা, গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে রাজপথে নেমেছে শিল্পীরা। বৃহস্পতিবার (১ আগস্ট) আয়োজিত প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জাতীয় সংসদ ভবনের সামনে। তবে পুলিশি বাধার কারণে এটি অনুষ্ঠিত হয় ফার্মগেটে সেজান পয়েন্টের সামনে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন মামুনুর রশীদ, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর, আশফাক নিপুণ, নুরুল আলম আতিক, অমিতাভ রেজা, পিপলু আর খান, শিবু কুমার শীল, রেদওয়ান রনি, জাকিয়া বারী মম, সোহেল মণ্ডল, সিয়াম আহমেদসহ অনেকে।

বিজ্ঞাপন

প্রায় প্রত্যেকেরই একই দাবি, হত্যার বিচার এবং হত্যা বন্ধ করা। সঙ্গে সংহতি জানিয়েছেন শিক্ষার্থীদের ৯ দফা দাবির প্রতিও।

অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেন, ‘দেখুন আমিও কিন্তু অন্য অনেকের মতো এই রাষ্ট্র বা সরকারের সর্বোচ্চ সুবিধাভোগী একজন মানুষ। এই সরকারের আমলেই আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো ফিরে পেয়েছি। যেমন আদালত থেকে বাচ্চার অধিকার পেয়েছি, যেটা বাংলাদেশের ইতিহাসে প্রথম ঘটলো। এই সরকারের আমলেই আমি সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছি। এর বাইরে ক্যারিয়ার বিচারে আমি সর্বোচ্চ সফল সময় পার করছি এখন। আমার তো দরকার ছিল না সরকারের বিরুদ্ধে গিয়ে এভাবে বৃষ্টিতে ভিজে রাস্তায় এসে স্লোগান ধরার। বাকি জীবনটা আমি খুব আরামেই কাটাতে পারি চুপচাপ। প্রশ্ন আসবে আরাম ফেলে কেন আমি এমনটা করছি? উত্তরও দিচ্ছি। আমি তো শুধু অভিনেত্রী নই। এর বাইরেও আমি একজন মা, একজনের সন্তান এবং এই দেশের একজন সচেতন নাগরিক। যে বাচ্চাটা ছাদে খেলতে গিয়ে খুলি খেয়ে মরে গেলো, সে তো আমারও মেয়ে হতে পারতো। তখন কি আমি রাস্তায় দাঁড়িয়ে এর বিচার চাইতাম না? যে হত্যাকাণ্ড ঘটে গেলো এবং ঘটছে, সেটির বিচার কি আমি চাইবো না? যদি না চাই, তাহলে তো আমি এই রাষ্ট্রের কেউ না। অথবা বোধশূন্য অমানুষ। আমার মনে হয়েছে, এর প্রতিবাদ করা উচিত। না করলে কাল যখন আমার মেয়েটা গুলি খেয়ে মরে পড়ে থাকবে, তখন অন্য কেউ আমার পাশে দাঁড়াবে না। এবং এই গুলি চলতেই থাকবে। সেই বিবেচনায় বলা যায়, আমি আমার স্বার্থেই রাজপথে নেমেছি। এর বিনিময়ে আমাকে যত মূল্য দিতে হয়, দিবো। কিন্তু আমার কণ্ঠ থামাবো না।’

বিজ্ঞাপন

সমাবেশে মোশাররফ করিম বলেন, ‘আমরা এখন ঘরে বসে থাকার মতো পরিস্থিতিতে নেই। আর একটা হত্যা, গুলি এসব দেখতে চাই না।’  তিনি আরও বলেন, ‘হত্যা, গোলাগুলি, রক্ত এগুলোর বাইরে আমরা থাকতে চাই। আমরা শান্তি চাই।’

সিয়াম বলেন, ‘দেখেন আপনি যদি সুস্থ স্বাভাবিক মানুষ হন তাহলে সারা রাত ঘুমাতে পারবেন না। আমার কানে এখনও বাজে, কারও পানি লাগবে? এই যে এখন কত পানি আসছে! এইটা যতদিন মাথায় থাকবে আমরা ততদিন শান্তিতে ঘুমাতে পারবো না।’

তিনি আরও বলেন, ‘আমরাতো সারাজীবন মানুষের জন্যই কাজ করেছি। এককভাবে কাউকে দেখানোর জন্য আমরা কাজ করি না। যারা আমাদের ভক্ত তাদের পাশে যদি এসময় না দাঁড়াতে পারি তাহলে আমাদের কাজ করার কোনো মানে নেই।’

সিয়ামের ভাষায়, ‘এই বাচ্চাগুলো কোনো অন্যায় দাবি রাখে নাই। এক একজন মায়ের আহাজারি; যার যায় সেই বোঝে। এর বিচার না হলে কেউ শান্তি পাবে না।’

সারাবাংলা/এজেডএস

কোটা আন্দোলন দৃশ্যমাধ্যম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর