Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিভিতে ‘‌শাবনূর সপ্তাহ’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১ আগস্ট ২০২৪ ১৬:৪১

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় ছবি। এ তারকাকে নিয়ে দীপ্ত টিভি আয়োজন করেছে ‘শাবনূর সপ্তাহ’। আগামী ৩ থেকে ৯ আগস্ট প্রতিদিন দুপুর ২টায় তার অভিনীত ৭টি ছবি দেখানো হবে।

শনিবার (৩ আগস্ট) থাকছে আরিফ মাহমুদের পরিচালিত ‘খেয়া ঘাটের মাঝি’। এতে অভিনয় করেছেন শাবনূর, ফেরদৌস, ববিতাসহ আরো অনেকে। রোববার (৪ আগস্ট) থাকছে ওয়াকিল আহমেদের পরিচালিত ‘ভুলোনা আমায়’। এতে অভিনয় করেছেন শাবনূর, বাপ্পি, আমিত হাসানসহ অনেকে।

সোমবার (৫ আগস্ট) থাকছে এফ আই মানিকের ‘দুই বধূ এক স্বামী’। এতে অভিনয় করেছেন শাবনূর, মান্না, মৌসুমী। মঙ্গলবার (৬ আগস্ট) এফ আই মানিকের ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’। এতে অভিনয় করেছেন শাবনূর, মান্না, পূর্ণিমা। বুধবার (৭ আগস্ট) থাকছে আবিদ হাসান বাদল পরিচালিত ‘তুমি শুধু তুমি’। এতে অভিনয় করেছেন শাবনূর, রিয়াজ, অমিত হাসান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ আগস্ট) থাকছে নারগিস আক্তারের পরিচালনায় ‘চার সতীনের ঘর’[। এতে অভিনয় করেছেন আলমগীর, ববিতা, দিতি, শাবনূর, ময়ূরীসহ অনেকে। শুক্রবার (৯ আগস্ট) থাকছে শাহ মো. সংগ্রাম পরিচালত ‘বলবো কথা বাসর ঘরে’।এতে অভিনয় করেছেন শাবনূর, শাকিব খান, সাহারা, ওমর সানি।

সারাবাংলা/এজেডএস

শাবনূর সপ্তাহ