Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকার পতন নিয়ে যা বললেন বুবলী

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৬ আগস্ট ২০২৪ ১৭:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈষম্যবিরোধী কোটা আন্দোলন জোরদারের পর শিক্ষার্থী ও সাধারণ মানুষের একদফা দাবির জেরে সোমবার (৫ আগস্ট) পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এদিন দুপুরের পর থেকে উল্লাসে ফেটে পড়ে সারা দেশের মানুষ।

প্রায় এক মাস ধরে চলতে থাকা আন্দোলনের সঙ্গে আগেই সংহতি জানিয়েছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। শেখ হাসিনার সরকার পতনের পর এই নায়িকা লিখেছেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমাদের এই সুন্দর বাংলাদেশকে আরও সুন্দরভাবে গড়তে প্রকৃত দেশপ্রেমিকদের যেমন সহযোগিতা করতে হবে তেমনি দেশের সচেতন নাগরিক হিসেবে সবাইকে দেশ ও দেশের মানুষকে সর্বোচ্চ সহায়তা করতে হবে।

বিজ্ঞাপন

শবনম বুবলী আরও লিখেছন, প্রত্যেককে বিনীতভাবে অনুরোধ করছি আনন্দ উদযাপন করুণ, বিজয় উৎসব করুণ কিন্তু দেশের সম্পদ নষ্ট করা, লুটপাট করা, ভাঙচুর করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, নিরীহ মানুষ হতাহতের ঘটনা থেকে বিরত থাকুন। একটি সঠিক দিকনির্দেশনার মাধ্যমে আমরা সবাই চলতে চাই কারণ বাংলাদেশের মানুষ সর্বোপরি শান্তি চায়। এই বীর জেনারেশন সঠিকভাবেই দেশকে নির্দেশনা দেবে ইনশাআল্লাহ।

সারাবাংলা/এজেডএস

বুবলী শেখ হাসিনা সরকার পতন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর