Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুখ খুললেন চঞ্চল চৌধুরী

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৯ আগস্ট ২০২৪ ২০:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের সাম্প্রতিক পট-পরিবর্তনের কারণে তারকা শিল্পী নেটিজনদের কাছে কটাক্ষের শিকার হচ্ছেন। সবচেয়ে বেশী সমালোচিত হয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। কেন তিনি চুপ ছিলেন, এ নিয়ে এবার মুখ খুললেন এই তারকা অভিনেতা।

চঞ্চল চৌধুরী আজ তার ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি তার মায়ের অসুস্থতা নিয়ে ব্যস্ত থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় নন।

তিনি লিখেন,“আমি চঞ্চল চৌধুরী বলছি…। আমার নাম ব্যবহার করে কোন বিদেশী/দেশী পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক পরিস্থিতিতে যদি কিছু লেখা হয়,তার দায় আমার নয়। কারণ এখন পর্যন্ত আমি কোন পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন বিষয়ে কোন বক্তব্য দেইনি।”

বিজ্ঞাপন

‘কারাগার’ এর এই অভিনেতা বলেন,“আমি সাধারণ একজন শিল্পী। পেশাগত কারণ ছাড়া কোন কিছুর সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নেই।”

“আমার মায়ের চরম অসুস্থতাজনিত কারণে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশী সক্রিয় নই। দেশে শান্তি বিরাজ করুক, সকলের মঙ্গল হোক।”—বলেন মনপুরার অভিনেতা চঞ্চল চৌধুরী।

সারাবাংলা/এজেডএস

কোটা আন্দোলন চঞ্চল চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর