এ সময়ের নির্মাতা ও অভিনেতা আমিনুর ইসলাম লিটন। মাঝে মধ্যে অভিনয় করলেও নির্মাণ নিয়েই তার বর্তমান ব্যস্ততা। সম্প্রতি এই নির্মাতা একটি সচেতনতামূলক বিজ্ঞাপন নির্মাণ করেছেন।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যার পূর্বাভাস নিয়ে নির্মিত এই বিজ্ঞাপনে অভিনয় করেছেন আইরিন। সাথে আরও ছিলেন ফজলুর রহমান বাবু ও মোমেনা চৌধুরী। দোহারের পদ্মা নদীর তীরে এই বিজ্ঞাপনচিত্রটি নির্মিত হয়েছে।
আরশি নগর মিডিয়ার ব্যানারে নির্মিত বিজ্ঞাপনটি খুব শিগগিরই সব টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে প্রচার শুরু হবে বলে নির্মাতা লিটন জানিয়েছেন। এর আগেও নির্মাতা লিটন বড় পুকুরিয়া কয়লা খনির বিজ্ঞাপন নির্মাণ করেছেন। করছেন নাটক নির্মাণও।
লিটন বীরপ্রতীক তারামন বিবির জীবন নিয়ে তৈরি করছেন তার প্রথম সিনেমা। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন তানহা তাসনিয়া।