Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিনেমার নাম ‘হারুনের ভাতের হোটেল’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২০ আগস্ট ২০২৪ ১৭:০৫

সাবেক ডিবি প্রধান হারুন-অর-রশিদ তার কার্যালয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে ডেকে নিয়ে আসতেন। আবার অনেকেই তার কার্যালয়ে আসতেন বিভিন্ন বিষয়ের সমাধানের জন্য। তিনি তাদের প্রত্যেককেই নানাভাবে আপ্যায়ন করতেন। সে সব ছবি, ভিডিও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। ফলে এক সময় তার কার্যালয়কে অনেকে ব্যাঙ্গ করে ডাকতো ‘হারুনের ভাতের হোটেল’।

৫ আগস্ট বিগত সরকারের পতনের একের পর সিনেমার ঘোষণা আসছে। এবার ডিবি হারুনের কার্যালয়ের আপ্যায়নের এ ঘটনা নিয়ে ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন অভিনয়শিল্পী জাদু আজাদ। ছবির নামও রেখেছেন ‘হারুনের ভাতের হোটেল’। ইতোমধ্যে তিনি ছবিটির নাম নিবন্ধন করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতিতে।

জাদু আজাদ বলেন, ‘সিনেমা বানানোতে আমরা কোনোরকম আপস করব না। ছবিটা সেই হবে কিন্তু।’

কারা এই ছবিতে অভিনয় করবেন তা এখন চূড়ান্ত করেননি বলে জানালেন জাদু। তাঁর ভাষ্য, ‘এখনও সেগুলো ভাবিনি। তবে বেশ কিছু চমক থাকবে এতে।’

চলচ্চিত্র পরিচালক সমিতির শিডিউল খাতা থেকে জানা গেছে, গত ১০ দিনে ৬টির মতো ছবির নাম নিবন্ধিত হয়েছে। এগুলো হলো—বদিউল আলম ‘ভয়ংকর আয়নাঘর’, জয় সরকার ‘আয়নাঘর’, বেলাল সানি ‘পরিবর্তন’, জানেসার উসমান ‘অন্ধকারের আয়নাঘর’ নামের ছবি নির্মাণের জন্য নিবন্ধন করেছেন।

সারাবাংলা/এজেডএস

ডিবি হারুন হারুনের ভাতের হোটেল


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর