Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্যায় আটকে যাওয়া অবলা প্রাণীদের পাশে দাঁড়ানোর আহ্বান বুবলীর

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২২ আগস্ট ২০২৪ ১৬:৪১

বন্যার কারণে দেশের পূর্বাঞ্চলের অনেকগুলো জেলার মানুষ পানিভর্তি। বন্যাদুর্গতদের জন্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ফান্ডিং শুরু হয়ে গেছে। যে যার স্থান থেকে তাদের পাশে থাকার চেষ্টা করছেন। সামর্থ্যবানদের সহযোগিতায় এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন অনেকে। তাদের মধ্যে একজন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা শবনম ইয়াসমিন বুবলী।

নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি পোস্ট করে বুবলী লিখেছেন, ‘নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুরসহ বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। লাখো মানুষ এবং অবলা প্রাণীরা বিপদগ্রস্ত। যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আল্লাহ সবাইকে হেফাজত করুন।’

বিজ্ঞাপন

বুবলী ছাড়াও বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেশের অন্যান্য তারকাগন। যাদের মধ্যে রয়েছেন অপু বিশ্বাস, পরীমনি, জায়েদ খান, শাবনূরের মতো তারকা।

সারাবাংলা/এজেডএস
বিজ্ঞাপন

আরো