Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্যার্তদের জন্য এক দিনের বেতন দিবে স্টার সিনেপ্লেক্স

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২২ আগস্ট ২০২৪ ১৯:১০

দেশের আটটি জেলার মানুষ বন্যায় আক্রান্ত হয়েছেন। পানিতে আটকা পড়েছেন জেলাগুলোর ৩০ লক্ষাধিক মানুষ। এদের পাশে সরকারের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী ও সংগঠন দাঁড়াচ্ছে।

দেশের সংকটকালে বন্যার্তদের পাশে দাঁড়াতে মহৎ উদ্যোগ নিয়ে এগিয়ে এলো স্টার সিনেপ্লেক্স।

দেশের সর্বাধুনিক এই সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্স প্রতিষ্ঠানটির সকল কর্মীদের বেতনের একদিনের অর্থ দিচ্ছে বানভাসি মানুষদের সহায়তায়।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টের মাধ্যমে সিনেপ্লক্স কর্তৃপক্ষ বলছে, প্রয়োজনে স্টার সিনেপ্লেক্সে ভবিষ্যতে আরও কিছু করতে প্রস্তুত। সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে মানুষের জীবন বাঁচানোকে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারে রাখি।

২০০৪ সালে ঢাকার বসুন্ধরা সিটিতে চালু হয়েছিল স্টার সিনেপ্লেক্স। বসুন্ধরা সিটি ছাড়াও এখন এর শাখা রয়েছে ধানমন্ডি, মিরপুর, বিজয় স্মরণী, মহাখালীতে। আরো রয়েছে রাজশাহী ও চট্টগ্রামে। সারাদেশে ১০০টি স্ক্রিন চালুর পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স।

সারাবাংলা/এজেডএস

এক দিনের বেতন বন্যা স্টার সিনেপ্লেক্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর