Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তৈরি হচ্ছে ‘অগ্নি ৩’ সিনেমার চিত্রনাট্য


৪ জুন ২০১৮ ১৬:১৭

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

২০১৫ সালে মুক্তি পায় ‘অগ্নি ২’। সিনেমাটি মুক্তির সময়েই ‘অগ্নি ৩’ নির্মাণের আভাস দেয়া হয়েছিল। সেসময় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্মকর্তাসহ অগ্নি সিনেমার পরিচালক জানিয়েছিলেন ‘অগ্নি ৩’ নির্মাণের কথা। মাঝে পেড়িয়ে গেছে তিন বছর। কতদূর এগিয়েছে ‘অগ্নি ২’-এর কাজ?

যৌথ প্রযোজনায় নির্মিত অগ্নি সিনেমার দেশের প্রযোজক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানালেন, দুইবার সিনেমার গল্প লেখা হয়েছে। কিন্তু স্ক্রিপ্ট মনঃপুত না হওয়ায় তৃতীয়বারের মতো লেখা হচ্ছে।

অগ্নি সিরিজের আগের দুই পর্বে অভিনয় করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তখন মাহি জাজের ব্যানারে কাজ করতেন। কিন্তু এখন আর তিনি জাজ মাল্টিমিডিয়ার নায়িকা নন। তাহলে কি মাহি থাকবেন অগ্নি সিরিজের তৃতীয় কিস্তিতে?

এমন প্রশ্নে কোনো মন্তব্য না করে আবদুল আজিজ হেসে ওঠেন শুধু। পরিকল্পনার কিছুই এখন বলতে নারাজ এই প্রযোজক। তবে পরিকল্পনা যাই হোক না কেন, ‘অগ্নি ৩’ নিয়ে কাজ এগিয়ে যাচ্ছে। তবে তার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে আরও  বেশ কিছু দিন।

অগ্নি সিরিজের প্রথম দুই সিরিজের পরিচালক ছিলেন ইফতেখার চৌধুরী। নতুন পর্বের পরিচালক কে হবেন? নায়ক-নায়িকা থাকবেন কে? আনুষ্ঠানিকভাবে জানানো হবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে।

সারাবাংলা/পিএ/পিএম

অগ্নি ৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর