Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবা হলেন জাস্টিন বিবার

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৪ আগস্ট ২০২৪ ১৮:০৯

জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার পুত্র সন্তানের বাবা হয়েছেন। মা হেইলি বিবার ও নবজাতক ভালো আছে। শুক্রবার (২৩ আগস্ট) ইনস্টাগ্রামে নবজাতকের পায়ের একটি ছবি পোস্ট করে সবাইকে খবরটি জানান।

পাশাপাশি ছেলের নামও প্রকাশ করলেন তারা। বিবার একটি পোস্টে লিখেছেন, ‌‘স্বাগত জ্যাক ব্লুজ বিবার’। অর্থাৎ, ছেলের নাম জ্যাক ব্লুজ বিবার। বিবারের সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল। সেই সঙ্গে কমেন্ট সেকশনেও অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই দম্পতি।

গত মে মাসে স্ত্রীর বেবিবাম্পের ছবি পোস্ট করে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন জাস্টিন বিবার। সেই সময় জাস্টিন ও তার স্ত্রী পরপর কিছু ছবি-ভিডিও শেয়ার করেছিলেন। বিশেষ সময়টি তারা কীভাবে কাটাচ্ছেন সেসব মুহূর্ত করেছিলেন ফ্রেমবন্দি।

বিজ্ঞাপন

২০১৮ সালে অনেকটা চুপিসারেই বিয়ে করে নেন জাস্টিন-হেইলি। যদিও সেসময় বিয়ের খবর কেউই প্রকাশ্যে আনেননি। অতঃপর বিয়ের চার বছর পূর্তিতে নিজেদের বিবাহের কথা স্বীকার করেন তারকা জুটি। আর বিয়ের ৬ বছর পর তাদের কোলজুড়ে জুড়ে এলো পুত্র জ্যাক ব্লুজ বিবার।

সারাবাংলা/এজেডএস
বিজ্ঞাপন

আরো