Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসিফের গানে শুরু নতুন অডিও প্রতিষ্ঠান


৫ জুন ২০১৮ ১৩:২৯ | আপডেট: ৫ জুন ২০১৮ ১৩:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটইেনমন্টে করসেপন্ডন্টে ।।

যাত্রা শুরু করলো নতুন একটি অডিও লেবেল। সোমবার (৪ জুন) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় প্রতিষ্ঠানটির নাম। নতুন এই অডিও লেবেলের নাম ‘সেভেনটিউনস এন্টারটেইনমেন্ট’।

জনপ্রিয় গায়ক আসিফ আকবরের ‘কসম’ গানটি প্রকাশের মাধ্যমে সংগীতাঙ্গনে প্রবেশ করলো সেভেনটিউনস এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই অনলাইনে একটি চ্যানেল চালু করেছে। আর সেই চ্যানেলে প্রথম কনটেন্ট হিসেবে প্রকাশ পেয়েছে ‘কসম’ গানের মিউজিক ভিডিও।

‘সেভেনটিউনস এন্টারটেইনমেন্ট’ লেবেলের নাম ও গান প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালকসহ সংগীত সংশ্লিষ্ট অনেকেই।

বিজ্ঞাপন

অন্যদিকে, প্রকাশ পাওয়া ‘কসম’ গানটি তৈরি হয়েছে ঈদ উপলক্ষে। ওমর ফারুকের কথায় প্লাবন কোরেশীর সুরে গানের সংগীতায়োজন করেছেন জাহিদ বাশার পংকজ।

https://www.youtube.com/watch?v=-6vQc39jRWU&feature=share&app=desktop

তবে আকর্ষণের বিষয়টি হলো এই গানে আসিফের সঙ্গে মডেল হয়েছেন মডেল, অভিনেত্রী এভ্রিল। এর আগেও একটি মিউজিক ভিডিওতে দেখা গেছে এভ্রিলকে।

সারাবাংলা/পিএ/পিএম

আসিফ আকবর এভ্রিল কসম