স্ক্রিন টেস্ট দিয়ে দহনের শুটিং শুরু
৫ জুন ২০১৮ ১৪:৫৮
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
শুরু হলো ‘দহন’ সিনেমার আনুষ্ঠানিক কাজ। এফডিসিতে মঙ্গলবার (৫ জুন) শুরু হয়েছে সিনেমার শিল্পীদের স্ক্রিন টেস্ট। এফডিসির মান্না ডিজিটালে চলছে এই কর্মযজ্ঞ। পুরোদিন ক্যামেরায় পরীক্ষা নেয়া হবে সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর। আর বুধবার থেকে এফডিসিতে শুরু হবে আনুষ্ঠানিক দৃশ্যধারণ।
শিল্পীদের নিয়ে তাই ব্যস্ত সময় কাটাচ্ছেন পরিচালক রায়হান রাফি। সিনেমার সেট থেকে তিনি জানান, ‘ক্যামেরা, লেন্স, শিল্পীদের লুক টেস্ট চলবে আজ। এটা আসলে শুটিংয়েরই অংশ। দেশের সিনেমায় এমনটা সাধারণত হয়না। এফডিসিতে শুটিং চলবে ১১ জুন পর্যন্ত।’
সিনেমার একটি চরিত্র নারী সাংবাদিকের। যে চরিত্রে অভিনয় করার কথা ছিল অভিনেত্রী বাঁধনের। কিন্তু ব্যক্তিগত কাজের জন্য সিনেমায় অভিনয় করতে পারছেন না তিনি। সেই চরিত্রে কে অভিনয় করছেন? সবার প্রশ্ন এখন সেটাই।
পরিচালক রাফি জনিয়েছেন, নারী সাংবাদিক চরিত্রের অভিনেত্রী চূড়ান্ত হয়েছেন। স্ক্রিন টেস্ট, লুক টেস্ট এমনকি ১১ জুন পর্যন্ত শুটিংয়ে অংশ নেবেন তিনি। রাফি বলেন, ‘প্রথম লটের শুটিংয়ে আমার সাংবাদিক চরিত্র প্রয়োজন হবে। যেদিন সাংবাদিক চরিত্রের সেই অভিনেত্রী শুটিংয়ে অংশ নেবেন তার আগের দিন সবাইকে জানাব।’
দহন সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সিয়াম ও পূজা। ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।
সারাবাংলা/পিএ/পিএম