Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাফির নায়িকা তানজিন তিশা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৯

জনপ্রিয় পরিচালক রায়হান রাফির সঙ্গে এবার কাজ করবেন তানজিন তিশা। তবে কোনো ছবি নয়, ওয়েব সিরিজ। নাম ‘ব্ল্যাক মানি’।

কাজটি প্রসঙ্গে রাফী আগেই বলেছেন, ‘সিরিজটি দিয়ে বঙ্গর সঙ্গে আমার প্রথম কাজ। সাধারণত আমি যে ধরনের গল্প পর্দায় বলার চেষ্টা করি, এটি তা থেকে অনেকটাই ভিন্ন। প্রতিষ্ঠানটির সঙ্গে এ রকম একটা প্রজেক্টে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।’

সেই সিরিজটিতে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তানজিন তিশা। যদিও এ বিষয়ে রাফী, তিশা ও বঙ্গ কর্তৃপক্ষ এখনও মুখ খুলছেন না।

বঙ্গর প্রধান কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু জানান, ‘শুটিং শুরু হবে দ্রুতই। তখনই আমরা অফিসিয়ালি সবকিছু জানাব। তবে আপাতত শিল্পীর নাম বলতে চাচ্ছি না।’

তানজিন তিশা এতে যুক্ত হয়েছেন কি না, জানতে চাইলেও শিগগিরই সব অফিসিয়ালি জানানো হবে বলে এড়িয়ে যান এই কর্মকর্তা। একই সুর রায়হান রাফীর কণ্ঠেও।

জানা গেছে, চলতি মাসের শেষ সপ্তাহ নাগাদ শুটিং শুরু হবে ‘ব্ল্যাক মানি’র। তখনই বড় আয়োজনে তানজিন তিশার খবরটি প্রকাশ করবেন সংশ্লিষ্টরা।

সারাবাংলা/এজেডএস

তানজিন তিশা ব্ল্যাক মানি রায়হান রাফি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর