Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কান্নায় ভেঙে পড়লেন মালাইকার মা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০৬

স্বামীর মৃত্যুতে শোকে পাথর মালাইকার মা জয়েস পলিকার্প৷ প্রাক্তন স্বামীর শেষকৃত্যের আগে কান্নায় ভেঙে পড়েছেন তিনি৷ এই সময়ে মাকে আগলে রেখেছেন মালাইকা ও তার ছেলে৷

মালাইকা অরোরা এবং তার পরিবারের জন্য এটি একটি খুব কঠিন সময়। তার বাবা অনিল মেহতা গতকাল ১১ সেপ্টেম্বর নিজের বাড়ির সাততলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন । মাত্র ৬২ বছর বয়সে এই চরম সিদ্ধান্ত নিতে হল তাকে? এই প্রশ্নের উত্তরটাই খুঁজে বেড়াচ্ছেন অভিনেত্রীর পরিবার৷

অনিল মেহতা গত বছর থেকেই অসুস্থ ছিলেন। গত বছরও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি মেয়ে মালাইকা এবং অমৃতার সবচেয়ে কাছের ছিলেন এবং শেষবারের মতো তাদের সঙ্গে কথাও বলেছিলেন। বাবার মৃত্যুর পর মালাইকা ও অমৃতা খুবই শোকাহত।

বিজ্ঞাপন

স্ত্রী জয়েস পলিকার্পের সঙ্গে দাম্পত্য জীবন মোটেই সুখের ছিল না৷ খুব ছোট বয়সেই তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।

এই দুঃখের মুহূর্তে মালাইকা অরোরার পাশে দাঁড়িয়েছে গোটা বলিউড। মুম্বইয়ের সান্তা ক্রুজ শ্মশানে অনিল মেহতার শেষকৃত্য সম্পন্ন হবে। পুরো পরিবার এবং বাড়ির বন্ধুরা তাকে শেষ বিদায় জানাতে চলে গেছে।

সারাবাংলা/এজেডএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর